লিভার বাস্ট হয়ে মৃত্যু হয়েছে রাখি বন্ধন’ সিরিয়ালের মলিনার

0
742

জলসা ডেস্ক : রীতা কয়রাল ভারতের বাংলা চলচ্চিত্র ও বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আর নেই৷ আর্টিস্ট ফোরাম থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আজ রোববার সকালে লিভার বাস্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সকালে কলকাতায় বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত টাটা মেডিকেল সেন্টার অ্যান্ড ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রীতা কয়রালের পরিবার থেকে জানানো হয়েছে, অনেক দিন ধরেই লিভারের ক্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর চিকিৎসা চলছিল। সাত দিন আগে শেষ শুটিং করেন। তারপর অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিছুটা সুস্থ হওয়ায় পরে বাসায় চলে আসেন। আজ তাঁর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়।

‘রাখি বন্ধন’ সিরিয়ালে সহশিল্পীর সঙ্গে রীতা কয়রালসহশিল্পীদের মতে, রীতা কয়রালের দৃঢ় চরিত্রের ছিলেন। শারীরিক কষ্ট সামলে অভিনয় অব্যাহত রাখেন তিনি। টিভি সিরিয়ালে নিয়মিত অভিনয় করতেন। ঋতুপর্ণ ঘোষ আর অঞ্জন দত্তের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন রীতা৷ তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘বড় বউ’, ‘অসুখ’, ‘গুন্ডা’, ‘জীবন নিয়ে খেলা’, ‘চিরদিনই তুমি যে আমার’ প্রভৃতি। ইদানীং স্টার জলসায় ‘রাখি বন্ধন’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় খুব আলোচিত হয়েছে।

আজ সকালে রীতা কয়রালের মেয়ে ফোন করে মায়ের মৃত্যুর খবর টালিগঞ্জপাড়ায় জানান। রীতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here