লোহাগড়ার কাশিপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

0
446

নড়াইল প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগড়ার কাশিপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (২৯ আগস্ট) বিকালে লোহাগড়া উপজলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এড়েন্দা বাজারের কাপুড়িয়া পট্টিতে ইউনিয়ন আ‘লীগের আহবায়ক ও কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, লক্ষ্মীপাশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী বণি আমিন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, উদয় শংকর নন্দী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম রাশেদ,সমাজ সেবক ফিরোজ আলম ডাবু, কাশিপুর ইউনিয়নের আ‘লীগের যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান আজু।
প্রধান বক্তা এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবে তাকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে ও শোককে শক্তিতে পরিণত করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান। শোক সভা শেষে গণভোজের আয়োজন করা হয়। কর্মসূচিতে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here