লোহাগড়ায় বাল্যবিয়ে ঠেকাতে গিয়ে দিনমজুর পিতার করুন মৃত্যু

0
412

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলায় বাল্যবিয়ে ঠেকাতে গিয়ে দিনমজুর পিতার করুন মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের এরশাদ সরদারের মেয়ে লক্ষ্মীপাশা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী সানজিদা খানম (১৩) এর সাথে খুলনা জেলার কয়রা এলাকার রোকনুজ্জামান (২২)এর মধ্যে বিয়ের জন্য সানজিদার দাদা বাঁকা সরদার ও মহিলা মেম্বর তাসলিমা বেগম দেন দরবার শুরু করে। কিন্তু সানজিদার পিতা-মাতা এ বিয়েতে রাজি হয়নি। তথাপিও সানজিদার দাদা বাঁকা সরদার, মহিলা মেম্বর তাসলিমাসহ একদল অতি উৎসাহী গ্রামবাসী গত ২৭ সেপ্টেম্বর সানজিদার বিয়ের জন্য তাকে মাদ্রাসা থেকে নিয়ে তার দাদা বাঁকার বাড়িতে আটকে রাখে এবং সানজিদার পিতার এরশাদ সরদারের একটি গরু জোর পূর্বক নিয়ে যায়। এ সময় ছেলে পক্ষও বিয়ের জন্য কয়রা থেকে রওনা হয়। উপায়ান্ত না দেখে সানজিদার পিতা ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করেন। মুমূর্ষ অবস্থায় গ্রামবাসী তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লোহাগড়া থানার এসআই নুরুস ছালাম সিদ্দিক নিহতের লাশ উদ্ধার করে গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং রাতেই দিনমুজুর এরশাদ সরদারের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here