লোহাগড়ায় বৃদ্ধা ফুজলী বেগমের পাশে চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তা

0
404

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রামে সন্তানদের নিষ্ঠুরতার শিকার অশীতিপর বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপাশা ইউপির চেয়ারম্যান কাজী বনি আমিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম রেজা। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপাশা ইউপি’র চেয়ারম্যান কাজী বনি আমিনের নেতৃত্বে ওই ইউপি’র সকল সদস্য (মেম্বর) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বৃদ্ধা ফুজলী বেগম (৮৯)কে দেখতে যান। এ সময় তিনি বৃদ্ধার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা দেন। চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের বলেন, বৃদ্ধার থাকার জন্য একটি ঘর এবং যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাকে প্রতি মাসে ৩০ কেজি করে চাউল বরাদ্দের প্রতিশ্রুতি দেন। এদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম রেজা সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই বৃদ্ধার খোঁজ খবর নিয়ে তার হাতে কিছু পরিধেয় বস্ত্র ও প্রসাধনী তুলে দেন। লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধরণ সম্পাদক এসএম আলমগীর কবির, মহিলা সম্পাদিকা রাবেয়া জাহিদ, সদস্য আছমা আক্তার সাথী উপস্থিত থেকেও ওই বৃদ্ধাকে আর্থিক সহযোগিতা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ৪ শতক জমি নিয়ে ভাগ বন্টনের জের ধরে গত ২৬ সেপ্টেম্বর গভীর রাতে বৃদ্ধা ফুজলী বেগমকে তার ছেলে ও পুত্রবধুরা বাঁশবাগানের ঝোঁপে ফেলে যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ২৭ সেপ্টেম্বর ভোরে গ্রামবাসীরা বৃদ্ধাকে উদ্ধার করে বড় ছেলে ডাকু শেখের বাড়িতে রেখে আসে। সাথে সাথে টনক নড়ে প্রশাসনের। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই বৃদ্ধার বড় মেয়ে কুলসুম বেগম, বড় ছেলে ডাকু শেখকে আটক করেছে। গত শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ প্রশাসনের উদ্যোগ ওই বৃদ্ধাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকালে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) ওই বৃদ্ধার খোঁজ-খবর নেওয়ার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং বৃদ্ধার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এ সময় পুলিশ সুপার বলেন, বিভিন্ন গণমাধ্যমে বৃদ্ধার ওপর সন্তানদের নির্দয় আচারণের খবর স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল পুলিশের মাধ্যমে অবগত হয়েছেন। চিকিৎসা শেষে বৃদ্ধার সম্মতিতে তাকে বৃদ্ধাশ্রমে পুর্ণবাসন করা হবে বলে পুলিশ সুপার মো. জসিম উদ্দিন (পিপিএম) জানান। এ সময় তিনি ওই বৃদ্ধার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here