লোহাগড়ায় মধুমতী নদীর ভাঙনে ৬ গ্রামের মানুষ দিশেহারা

0
1088

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীর ভাঙনে ৬ গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মধুমতী নদীর ভাঙন ইতিমধ্যে ভয়াবহ রুপ নিয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় শতাধিক বাড়ি ঘর। ভাঙন অব্যাহত থাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক ঘর-বাড়ি। এছাড়া ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মানববন্ধন করেছে এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, মহিষাহপাড়া, মঙ্গলহাটা, করফা, আতোষপাড়া, শিয়রবর ও ঘাঁঘাঁ গ্রামে গত দুই সপ্তাহের মধ্যে মধুমতী নদীতে বিলীন হওয়া শিয়েরবর গ্রামে হাসান মুন্সী, আতিয়ার মোল্যা, দেলোয়ার, ভাষাণ মোল্যা, রাজ্জাক, আক্তার, আক্কাস, মিন্টু মোল্যা, ইকবাল এর বাড়ি রয়েছে। এতে করে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে।
মল্লিকপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জিন্নাত শেখ জানান, ‘প্রায় ২০ বছর ধরে এই নদী ভাঙা গড়া চলছে। আমি নিজেই নয়বার বাড়ি সরিয়েছি। আমি এখন সিএন্ডবিতে (রাস্তার পাশে) কোন রকম ঘর তুলে আছি।’
শিয়রবর গ্রামের রওশন শিকদার জানান, ‘আমাদের বাড়ি চার বার মধুমতী নদীতে বিলীন হয়েছে। এ বছর নদী যে ভাবে ভাঙছে তাতে মনে হয় এবারও বাড়ি সরাতে হতে পারে।’
কোটাকোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিএম মনিরুজ্জামান বলেন, ‘ভাঙন রোধে এ ইউনিয়নে মধুমতীর তীরে বস্তা ফেলতে এসছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। আমাদের দাবি দ্রুত ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অহসায় গৃহহীন মানুষের পাশে দাড়াবেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমএম আরাফাত হোসেন বলেন, ‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ অনেক পরিবার আমাদের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন। সঙ্গে সঙ্গে আমি জেলা প্রশাসক বরাবর পাঠিয়ে দিচ্ছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডকে লিখিত ভাবে জানানো হয়েছে। তাঁরা যাতে দ্রুত ব্যবস্থা নেয় সে বিষয়েও তাগিদ দেয়া হচ্ছে।’
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘আমরা শিয়েরবর বাজার এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছি। কিন্তু মহিষাহপাড়া, মঙ্গলহাটা, করফা, আতোষপাড়া এলাকায় গুরুত্বপূর্ণ হাট-বাজার না থাকায় কোন পদক্ষেপ নেওয়া হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here