লোহাগড়ায় ২৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ৩

0
767

নিজস্ব প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ২৩৪ বোতল ফেনসিডিল ও শ্রমিক নেতার স্ত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ আগষ্ট) রাত পৌনে ৮টার দিকে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের মদিনাপাড়ায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনের বাসা বাড়ি থেকে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ ওই ফেনসিডিলের মালিক শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন (৪৪) ও তার স্ত্রী লিমা বেগমকে (২৯) গ্রেফতার করে। পরে মামুনের সহযোগি মাদক কারবারি আজগর মুন্সিকে (৩৮) গ্রেফতার করে। আটক মামুন উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে। সে নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (১২৯৫) এর একজন সদস্য। সদ্য সমাপ্ত শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মামুন সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়। আজগর কুন্দশী গ্রামের মৃত জলিল মুন্সির ছেলে। সেও উক্ত শ্রমিক ইউনিয়নের সদস্য। পুলিশ জানিয়েছে, আটক শ্রমিক নেতারা শ্রমিক রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন ফেনসিডিল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর প্রস্ততি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here