লোহাগড়ায় ২৮৬টি কবর খোড়লেন মজিবর শেখ

0
562

নড়াইল প্রতিনিধিঃ ‘কুল্লু নাফছিন যাইকাতুল মাউত’ সকল প্রাণিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। মুসলিম ধর্মের রীতি অনুযায়ী মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার বিধান রয়েছে। সে কবর খোড়ার ব্রতকে নিষ্টার সাথে বেছে নিয়েছেন নড়াইলের লোহাগড়া পৌর সভার কলেজ পাড়ার মজিবর শেখ। গত ১০ বছরে তিনি ২৮৬টি কবর খোড়েছেন। মজিবর শেখ জানান, ‘১০ বছর পূর্বে আমার এক আতœীয় মারা যাওয়ার খবর শুনে আমি তাকে দেখতে যাই। তখন তার কবর আমি খোড়ি। সেই থেকে কবর খোড়ার প্রতি আমার অন্য রকম আগ্রহ জন্মায়। যে ভাবেই হোক না কেন আমার কানে যত মৃত্যু ব্যক্তির খবর এসেছে তাদের সকলের কবর খোড়তে আমি গিয়েছি। এ যাবত কাল আমি ২৮৬টি মৃত্যু ব্যক্তির জন্য কবর খোড়েছি। ইনশাআল্লাহ বাকি জীবন আমি কবর খোড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখবো’। মজিবর শেখ (৫৫) পেশায় একজন দিন মজুর। আল্লাহর সন্তুষ্ঠি ও পূর্ণি লাভের আশায় বিনা পারিশ্রমিকে তিনি এই মহান কাজ করে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here