শনিবার বিপিএলের প্লেয়ার ড্রাফট

0
352

ক্রীড়া ডেস্ক: আসছে শনিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু’র গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানানো হয়েছে।

গত বছরের মতো এবারও সাত দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসর থেকে বাদ পড়েছে বরিশাল বুলস। বিপিএলের শর্ত লঙ্ঘন করায় বাদ দেয়া হয়েছে বরিশাল বুলসকে।

বুলস বাদ পড়লেও এক মৌসুম পর নতুন মালিকানায় আসরে ফিরল সিলেট। তবে সিলেট এবার আর ‘সিলেট রয়্যালস’ নামে নেই। ‘সিলেট সুরমা সিক্স’ নামে আত্মপ্রকাশ করল বিপিএলে প্রত্যাবর্তন করতে যাওয়া দলটি।

এদিকে প্রথম দুই আসরে একাদশে পাঁচজন বিদেশি খেলোয়াড় রাখার সুযোগ ছিল। কিন্তু ২০১৫ ও ২০১৬ নিয়ম পরিবর্তন করে চারজন করা হয়। তবে পঞ্চম আসরে আবারও প্রতি ম্যাচের একাদশে পাঁচ জন করে বিদেশি ক্রিকেটার খেলবেন।

উল্লেখ্য, নতুন দিনক্ষণে অনুযায়ী বিপিএল শুরু হবে ২ নভেম্বর। ড্রাফটে প্রতিটি দলকে কমপক্ষে ১৩ জন স্থানীয় খেলোয়াড়কে নিতে হবে। আর ড্রাফটের তালিকায় থাকা বিদেশিদের মধ্যে কমপক্ষে দুজনকে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here