“শার্শার বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় অকালে ঝরে গেল দুই স্কুল ছাত্রীর প্রান”

0
426

আরিফুজ্জামান আরিফ : শার্শার বাগআঁচড়া বাজারে ট্রাকের সজোরে ধাক্কায় চিরতরে ঝরে গেল রোজা(১২) ও জেরিন(১১) নামে দুই স্কুল ছাত্রী।

রোজা ও জেরিন দুই বোন।সম্পর্কে মামাত ফুফাতো বোন।এক মটর সাইকেল চড়ে রোজা তার বাবা এবং জেরিন তার মামা বাগআঁচড়া আফিলউদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর কবীরের সাথে শনিবার সকাল ৮টার সময় স্কুলে যাচ্ছিল।কিন্তু বিধি বাম। আর স্কুলে যাওয়া হলোনা তাদের।পথিমধ্যে বাগআঁচড়া ফাস্টসসিকিউরিটি ব্যাংকের সামনে পৌছালে সাতক্ষীরা গামী একটি বালু বোঝাই ঘাতক ট্রাক (যশোর-ট-১১-৪১৫৩) সজোরে মটর সাইকেলে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্হলে ঝরে যায় দুটি তরতাজা প্রান।ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নবিন্ন হয়ে যায় তাদের দুটি দেহ।ট্রাকটি দ্রুত পালালোর চেষটা করলেও জনতার ধাওয়ায় আটক হয় ট্রাকটি।

অকালে ঝরে পড়া রোজা শার্শার বাগুড়ী গ্রামের প্রভাষক আলমগীর কবীরের মেয়ে এবংজেরিন শার্শার সাতমাইল এলাকার ইব্রাহিমের মেয়ে। জেরিন মামার বাড়ী থেকে পড়াশুনা ককরত।
রোজা বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনী ও জেরিন একই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীী ছাত্রী। দূর্ঘটনার সাথে সাথে বন্ধ হয়ে সড়কে চলাচল সকল যানবাহন। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি হুমায়ন কবীর ও নাভারন হাইওয়ে পুলিশ সার্জেন পলিটন মিয়া ঘটনাস্হলে এসে যান চলাচল নিয়ন্ত্রণ আনে।

এদিকে রোজা ও জেরিনের অকাল মৃত্যুতে তাদের স্কুল তাৎক্ষনিক বন্ধ ঘোষনা করে।
এ নির্মম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করে স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকা,বান্ধবী সহ সকল সহপাঠিরা মিলে বাজারে প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে।

অকালে ঝরে যাওয়া কোমলমতি দুশিশুর করুন মৃত্যুতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here