শার্শায় বিক্রিত জমির দখল না দিতে জমির শতাধিক গাছ কেটে দেওয়ার অভিযোগ

0
660

ষ্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ক্রয় কৃত জমি দখল না দেওয়ার চেষ্ঠায় ৩৯ শতক জমির লাগানো গাছ কেটে দেওয়ার অভিযোগ মিলেছে ইকরামুল গংদের বিরুদ্ধে।ক্ষতিগ্রস্থ গাছের মালিকের অভিযোগ বিষয়টি জানিয়ে তাৎক্ষনিক বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ করেও ঘটনার ৪ দিন পরও কোন সূরাহ মেলেনি উল্টো সন্ত্রাসী হামলার আশঙ্কায় আছেন ভূক্তভোগী লিটন খাঁন (৪২)।তিনি বাহাদুরপুর গ্রামের মৃত রবিউল ইসলাম খাঁনের পুত্র ও পেশায় মুদি ব্যাবসায়ী।ঘটনার বর্ননায় ক্ষতিগ্রস্থ গাছের মালিক লিটন সাংবাদিকদের জানান,বাহাদুরপুর মৌজার(৩৬ নং) ২৭৭৯ দাগের ১ একর ১৭ শতক মাঠান জমির মধ্যে হতে ২০১৫সালে(দলিল নং-৩১১৭)১৯ শতক ও ২০১৬ সালে ২০শতক জমি কবলা দলিল মূলে বাহাদুরপুর গ্রামের মৃত আসমত আলীর মেজে পুত্র ইস্রাফিলের কাছ হতে ন্যায্য মূল্যে খরিদ করেন।জমির রেজেস্ট্রির সময়ে তার আপন সহদর ইব্রাহীম শনাক্ত করেন।পরবর্তী সময়ে লিটন নিজের নামে ক্রয় কৃত জমির নাম পত্তন সহ নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।সর্বশেষ তিনি বেনাপোল ভূমি অফিসে রশিদ নং-১৯৪২৪৯ তাং-২১/৭২০২০ইং তারিখে জমির হালনাগাদ ধার্য্য কৃত খাজনা পরিশোধ করেন।ইস্রাফিলের কাছ হতে জমি ক্রয়ের বিষয়টি সে সময় প্রতিবেশী সহ গ্রামের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা জানতেন এমন কি ক্রয়কৃত জমির গ্রাম্য ভাবে শরিকদের মধ্যে ভাগ বন্টন ও হয়েছিলো বলে তিনি আরো জানান।দালিলিক ভাবে সম্পত্তি লিটন ক্রয় করার পর হতে নিজ দখলে রেখে অন্যকে বর্গা দিয়ে আসছিলো।জমি ক্রর্য়ে ১ বছর পর থানায় অভিযুক্ত আসমত আলীর অন্য দুই পুত্র ইব্রাহীম,ইকরামুল সহ শরিকদার ইব্রাহীমের পুত্র শহিদুল ও আন্দোলপোতা গ্রামের মৃত হোসেনের পুত্র ওহাব জমির বে দখল চেষ্ঠায় ষড়যন্ত্র করে আসছিলো।এ নিয়ে স্থানীয় ভাবে মেব্বার,চেয়ারম্যন ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে অনেকবার বিচার সালিশ হয়েছে এবং বিচারের রায় আমার পক্ষেই থাকে।সাম্প্রতি সময়ে রবিবার দিবাগত রাতে আমার জমির সিমানায় লাগানো শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ কেটে ও উপড়ে আমার অর্থনৈতিক ক্ষতি সাধিত করে।এ ঘটনায় আমি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করলে বেনাপোল পোর্ট থানার সাবইন্সেপেক্টর মোস্তাফিজুর সঙ্গীয় পুলিশ ফোর্স সহায়তায় ঘটনা স্থল পরিদর্শন করেন।এ পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় ইব্রাহীম গংদের বিরুদ্ধে গনমাধ্যমের সাহায্যে আমার ফলজ গাছ কাটার উপযুক্ত বিচার দাবী করছি। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা স্বীকার করে বলেন অভিযুক্তরা গাছ কাটার কথা স্বীকার করেছেন। তবে জমি নিয়ে দু পক্ষে বিরোধ আছে যা আগামী কাল স্থানীয় ভাবে বিচার সালিসের কথা রয়েছে। গাছ কাটার অপরাধের তাৎক্ষনিক শ্বাস্তির প্রশ্নে তিনি কোন সদউত্তর দেননী।
মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দেশব্যাপী বৃক্ষ রোপনের তাগিদ দিয়ে গাছের চারা বিতরন করছেন সেখানে বাহাদুরপুর গ্রামে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গাছ কাটার দুঃসাহসিক অপরাধের বিচার না পাওয়া বেমানান ও সাংঘর্সিক মনে করছেন গ্রামটির সচেতন নাগরিক।