শিক্ষার্থীদের মেধাবি হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
293

উত্তম চক্রবর্তী,মণিরামপুর অফিস৷৷ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলছেন- মুজিববর্ষেই শিক্ষকদের মাধমে শিক্ষার্থীরা নতুন করে বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে। ইতিমধ্যে সরকার মুজিববর্ষকে সেরাবর্ষ ঘোষনা করেছে। শিক্ষার্থীদের মেধাবি হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- থানার ওসি রফিকুল ইসলাম, রির্সোস অফিসার মকবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার জহির উদ্দিন, মুন্নী বেগম ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহমেদ শফি প্রমুখ।

Attachments area