শ্বাসরুদ্ধকর ম্যাচে ঢাকার ২ রানের জয়

0
313

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুক্রবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৩ রান করে ঢাকা। ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান করে। যার ফলে ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ডাইনামাইটস।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ঢাকা ডায়নামাইটস। এরপর কাইরন পোলার্ডের ঝড়ো ইনিংসে ভর করে ঘুরে দাঁড়ায় ঢাকা। ২৬ বলে ৬২ রান করেন পোলার্ড। এছাড়া ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান ৩৭ বলে ৩৬ ও আন্দ্রে রাসেল ১৩ বলে ২৩ রান করলে শুরুর চাপ কাটিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৮৩ রান করে ঢাকা। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শফিউল। ২টি করে উইকেট নেন হাওয়েল ও গাজী।

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গেইল আর মারুফ দ্রুত সাজঘরে ফিরে যাওয়ায় চাপে পড়ে রংপুর। মোহাম্মদ মিথুনকে নিয়ে সেই চাপ কাটিয়ে ওঠেন রাইলি রুশো। আলিস আল ইসলামের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে মাত্র ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রুশো। এরপর উইকেটে থিতু হবার আগেই রবি বোপারাকে বিদায় করেন সাকিব আল হাসান।
এরপর শুরু হয় আলিস আল ইসলামের ম্যাজিক স্পেল। আলিসের শিকার হয়ে ফেরার আগে ৩৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন মোহাম্মদ মিথুন। পরের দুই বলে মাশরাফি আর ফরহাদকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন আলিস। এরপর সোহাগ গাজী ও হাওয়েলকে ফেরান নারাইন। শেষ উইকেটে শফিউল ইসলাম ২ চারের সাহায্যে ১০ রান জয়ের আশা জাগালেও রংপুরের ইনিংস থেমে যায় নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানে। যার ফলে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানের দুর্দান্ত জয় তুলে নেয় ঢাকা।

ঢাকার হয়ে হ্যাটট্রিক করা আলিস নেন ৪ উইকেট। এছাড়া দুই উইকেট নেন নারাইন। একটি করে উইকেট নেন সাকিব, রাসেল ও হোম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here