সংস্কার প্রয়োজন সমাজের মূলে

0
413

দেশে অপরাধের প্রবণতা নাকি কমিতেছে! বিশেষ করিয়া খুনের ঘটনা। ইহার সহিত ডাকাতি, দস্যুতা ও অপহরণের মতো ঘটনাও পূর্বের চাইতে হ্রাস পাইয়াছে বলিয়া দাবি করিয়াছে পুলিশ। গত জানুয়ারিতে প্রকাশিত পুলিশ সদরদপ্তরের একটি পরিসংখ্যান হইতে জানা গিয়াছে এই তথ্য। তবে সম্প্রতি ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদন বলিতেছে, তুচ্ছ কারণে বৃদ্ধি পাইয়াছে খুনের ঘটনা। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বত্সরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সারাদেশে খুন হইয়াছে ৫৪৭ জন। এই দুই মাসে রাজধানীতে খুন হইয়াছে ২৯ জন। ইহার মধ্যে অধিকাংশ হত্যাকাণ্ডই বীভত্স ও লোমহর্ষক। প্রতিবেদনটিতে বলা হয়, দেশে সংঘটিত খুনের কারণ ও ধরন উভয়ই পাল্টাইয়া গিয়াছে। আগে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া হরহামেশাই বড় ধরনের খুনের ঘটনা ঘটিত। সময়ের সহিত পাল্লা দিয়া এই ধরনের খুনের ঘটনা আগের তুলনায় কমিয়া গিয়াছে বটে। কিন্তু বৃদ্ধি পাইয়াছে বীভত্স, বিকৃত ও লোমহর্ষক খুনের ঘটনা। মাদক সেবন—বিশেষ করে ইয়াবা এবং এই সংক্রান্ত ব্যবসার জের ধরিয়া সারাদেশে বৃদ্ধি পাইয়াছে এই ধরনের খুনোখুনির ঘটনা। তাহা ছাড়া পরকীয়া প্রেম, দাম্পত্য কলহ, অর্থ লেনদেন, ব্যবসায়িক বিরোধ, পূর্বশত্রুতা ও জমিজমা বিষয়ক দ্বন্দ্বের জের ধরিয়া খুনের ঘটনাও পিছাইয়া নাই।

তুচ্ছ কারণে খুনের ঘটনার যেই সকল কারণ সংবাদমাধ্যমে উঠিয়া আসে, তাহা অনেক ক্ষেত্রেই হিমশৈলের চূড়ার মতো। অর্থাত্ নেপথ্যে থাকে অজানা অনেক কারণ। সুতরাং দৃশ্যত যেই সকল কারণ উঠিয়া আসিতেছে, তাহার গভীরে ঢুকিয়া অনুসন্ধান করিতে হইবে মূল কারণ। অপরাধবিজ্ঞানীরা এইসকল ক্ষেত্রে সাধারণভাবে মনে করেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের জন্যই তুচ্ছ কারণে খুনখারাবি বাড়িতেছে, মানুষের ভেতরে অসহিষ্ণুতা লাগামহীন হইতেছে। নৈতিক অবক্ষয়, প্রতিহিংসা চরিতার্থ ও মাদকের ভয়ঙ্কর ছোবলসহ অনেক কারণ রহিয়াছে ইহার নেপথ্যে। আবার বিচারের দীর্ঘসূত্রতার এবং আইনের দুর্বলতার সুযোগ লইয়া অপরাধীরা পার পাইয়া যায় বলিয়া অপরাধীরা অপরাধে উত্সাহী হয় পরোক্ষভাবে। অন্যদিকে কিশোর অপরাধ বৃদ্ধি পাইয়াছে অনেক বেশি। প্রকৃত কিশোর বয়সেই ঘটে ব্যক্তিত্বের জাগরণ। এই সময় সুপথে বা বিপথে চালিত হইবার বিষয়টি নির্ধারিত হইয়া যায়। এই কারণে অপরাধকে ঘৃণা করিবার মনস্তত্ত্ব গড়িয়া তুলিবার জন্য ছেলেমেয়েদের সুষ্ঠু বিকাশের পথ তৈরি করাটা অতীব গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্রের গুরুদায়িত্ব এই পথ তৈরি করা। তাহা ছাড়া গুড প্যারেন্টিং বা যথাযথ অভিভাবকত্বের অভাব রহিয়াছে আমাদের সমাজে। সন্তানকে সময় ও সঙ্গ দেওয়াটা গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিকালে তাহাদের চলাফেরা, সঙ্গীদল, আচরণ, কথাবার্তার দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হইবে। স্কুলে তাহাদের আনন্দময় সৃজনশীল চর্চার অবকাশ দিতে হইবে। সমবয়সীদের সহিত সুস্থ বিনোদন, নির্মল আনন্দ ও সৃজনশীল দলীয় কাজে উত্সাহ দিতে হইবে। পুলিশ বা বিচারক, বিধান বা উপদেশ, আইন বা ধমক, জেল বা বেতের বাড়ির ভয় দেখাইয়া এই সমস্যার টেকসই সমাধান সম্ভব নহে। ইহার জন্য সংস্কার প্রয়োজন সমাজের মূলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here