সঞ্জীবনী এক জয়

0
537

শেষ ওভারে তীব্র চাপের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুব বেশি সুখকর নহে। বাংলাদেশ-আফগানিস্তানের গত রবিবারের ম্যাচটি ওডিআই হইলেও সময় এখন টি-টোয়েন্টির। সেই কারণেও শেষ ওভারে ৮ রান অত্যন্ত মামুলি টার্গেট। আফগানিস্তান নবীন দল হইলেও সমপ্রতি তাহারা বাংলাদেশের বুকে তিনবার তিরবিদ্ধ করিয়াছে। শ্রীলঙ্কাকে ৯১ রানের ব্যবধানে হারাইয়া টুর্নামেন্টে শুরুতেই তাহাদের বাতিলের দলে ঠেলিয়া দিয়াছে এই আফগানিস্তানই। সুতরাং আফগানরা ‘পচা শামুক’ নহে যে, তাহাতে পা কাটিলে ‘দুর্ঘটনা’ বলিয়া মনে হইবে। শেষ ৬ বলে ৮ রান, হাতে চারটি উইকেট—এমন সমীকরণে ম্যাচটি বরং আফগানিস্তানেরই অনুকূলে ছিল। অতীতে এমন অনেক অনুকূল পরিস্থিতিতে বাংলাদেশের জয়ের তরি তীরে আসিয়া ডুবিয়াছে। সেই কারণে এই ধরনের নার্ভ ছেঁড়া ম্যাচের পরিণতি লইয়া আরো বেশি আশঙ্কা তৈরি হয়। অতঃপর গত রবিবার বাংলাদেশ হইয়া উঠিল পরিণত শক্তির অভিজ্ঞতাসম্পন্ন দলের মতো, আর আফগানদের পারফরম্যান্স চাপা পড়িল বাংলাদেশের অতীতের দুঃস্বপ্নের ছায়ায়।

আফগানদের এমন সহজ লক্ষ্যকে কঠিন বানাইবার মহানায়ক হইলেন মোস্তাফিজ। আবুধাবির মধ্যরাতে শেষ ওভারের কয়েক মিনিট জীবনের অন্যতম সেরা মুহূর্তে পরিণত করিলেন এই জাদুকরী বোলার। সাতক্ষীরা এক্সপ্রেসের সেই উচ্ছ্বাস ধরা পড়িয়াছে তাহার টুইটের মধ্যেও। মোক্ষম সময়ে মোস্তাফিজের হাতে বল তুলিয়া দেওয়ার জন্য বাংলাদেশের অধিনায়কের দূরদর্শিতাও অত্যন্ত প্রশংসনীয়। স্মর্তব্য যে, পায়ের পেশিতে টান পড়িবার কারণে নিজের বোলিং-অস্ত্রগুলি ঠিকমতো ব্যবহার করিতে পারিতেছিলেন না মোস্তাফিজ। তাহার উপর আবুধাবির মরুর ৪৩ ডিগ্রি সেলসিয়াস গরমে সেই কাজটি আরো কঠিন হইয়া গিয়াছিল। এমতাবস্থায় মোস্তাফিজ শেষ ওভারে দিলেন মাত্র চারটি রান! অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়টি ছিনাইয়া আনিলেন ৩ রানের ব্যবধানে! ইহা যেন মৃত্যুমুখে সঞ্জীবনী সুধা! কারণ, আগের টানা দুই ম্যাচে বিধ্বস্ত হইবার পর বাংলাদেশ দলকে উদ্ভ্রান্ত মনে হইতেছিল। অবস্থা পরিণত হইয়াছিল ডু অর ডাই-তে।

ক্রিকেট যেমন মহান অনিশ্চয়তার খেলা, তেমনই ইহা টিমওয়ার্কেরও চমত্কার উদাহরণ। সেই কারণে মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহ, ইমরুল, মোস্তাফিজ, লিটন—বিশেষ বিশেষ মুহূর্তে প্রত্যেকের সময়মতো জ্বলিয়া উঠিবার ফসলটাই শেষঅঙ্কে পাওয়া গিয়াছে। আগের ম্যাচে আফগানিস্তানের রশিদ খান যেইভাবে খেলার রাশ নিজের হাতে রাখিয়া নাকে রশি বাঁধিয়াছিল বাংলাদেশের, এইদিন তিনি সেই সুযোগ পান নাই। বলা যায়, রশিদকে পাইতে দেওয়া হয় নাই। আফগানরা নবীন দল হইলেও ক্রিকেট তাহাদের মধ্যে রহিয়াছে প্রাকৃতিক শক্তির মতোই। পাকিস্তান হইতে অনুপ্রাণিত স্পিন ও পেস বোলিং মিলাইয়া দারুণ শক্তিশালী লাইন আপ রহিয়াছে আফগানিস্তানের। ১৩ বলের মধ্যে বাংলাদেশের ৩ উইকেট হারানো, সাকিব ও মুশফিকের রান আউট, রিয়াদ আর ইমরুলের ১২৮ রানের রেকর্ড জুটি—বিবিধ ভালোমন্দ মিলাইয়া বাংলাদেশ যে অবশেষে ৭ উইকেটে ২৪৯ রান করিতে পারিয়াছিল, তাহা কম গুরুত্বপূর্ণ নহে।

যেকোনো খেলায় জয়টাই শেষ কথা। বাংলাদেশের সামনে আগামী বুধবার প্রতিপক্ষ হিসাবে রহিয়াছে পাকিস্তান। কার্যত ইহা এখন সেমিফাইনালে পরিণত হইয়াছে। সর্বশেষ তিনটি এশিয়া কাপের দুইটিরই ফাইনাল খেলিয়াছে বাংলাদেশ। চূড়ান্ত বিজয়ের আশাবাদ ব্যক্ত করিয়া শুভ কামনা রহিল বাংলাদেশ ক্রিকেট দলটির জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here