সরকারি কোষাগার থেকে ভাতার দাবীতে বেনাপোল পৌর কর্মকর্তা কর্মচারিদের কর্মবিরতি

0
262

বিশেষ প্রতিনিধি : বকেয়া বেতন ও সরকারি কোষাগার থেকে ভাতার দাবীতে দেশের ৩২৯টি পৌর সভার সাথে একাত্বতা প্রকাশ করে ২দিন ব্যাপি কর্মবিরতি পালন করছে বেনাপোল পৌরকর্মকর্তা কর্মচারিরা। সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেছে তারা। গাড়ী বাড়ী চাই না ভাত ও কাপড় চাই খেয়ে পরে বেচে থাকার জন্য বকেয়া বেতন ও সরকারি কোষাগার থেকে বেতন চান তারা। এমন আকুতি কর্মচারি ও কর্মকর্তাদের।
এদিকে কর্মবিরতি পালন করায় নাগরিক সেবা বঞ্ছিত হচ্ছে পৌরবাসি। ময়লা আবর্জনা বাড়ছে-এ থেকে পরিত্রান চান নাগরিকেরা।
যশোর জেলা-পৌরকর্মকর্তা কর্মচারি সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ মাসুম রনি ও বেনাপোল পৌরশাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন, পৌরকর্মকর্তা কর্মচারিরা দীর্ঘ ২মাস থেকে ২বছর পর্যন্ত বেতন পায়নি। তাদের পরিবার পরিজন নিয়ে দিনরাত কাটছে অনেক দু:খ কষ্টে। এরপও পৌর নাগরিকের সেবা দিয়ে যাচ্ছেন তারা। সরকারি কোষাগার থেকে ও ব্যাংকের মাদ্যমে বেতনের দাবীতে শান্তিপূর্ন কর্মবিরতি পালন করছেন তারা। মানবতার মা শেখ হাসিনার কাছে তাদের দাবী বাস্তবায়নের দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here