সাংবাদিকদের বিরুদ্ধে সব কালাকানুন বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন

0
412

বিশেষ প্রতিনিধি : স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ সকল কালাকানুন বাতিলের দাবিতে শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোর মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্যাতনমূলক আইনের ফলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হবে। পরোয়ানা ছাড়াই সাংবাদিকদের আটক ও তাদের ল্যাপটপ-কম্পিউটার জব্দ করার অবাধ ক্ষমতা পুলিশকে দেয়া হয়েছে। এই আইনের বেশ কয়েকটি ধারা অজামিনযোগ্য। ৩২ ধারায় ১৪ বছর কারাদন্ডের বিধান রাখা হয়েছে। ফলে এই আইনের অপপ্রয়োগ হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে সাংবাদিকনেতারা এ আইনের বিতর্কিত ধারাগুলো অবিলম্বে বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাবেক সভাপতি নূর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, শেখ আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here