সাকিবের পাঁচ উইকেট, টাইগারদের ৪৩ রানের লিড

0
407

ক্রীড়া ডেস্ক: সাকিব-মিরাজের ঘূর্ণি জাদুতে ২১৭ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ফলে, প্রথম ইনিংস শেষে ৪৩ রানের লিডে থাকলো টাইগাররা। সাকিব অস্ট্রেলিয়ার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান ম্যাট রেনশ’র। ৪৫ রান করেছেন তিনি। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫টি, মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

গতকালই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ভাঙন ধরিয়েছিল টাইগাররা। রবিবার দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল তিন উইকেট হারিয়ে ১৮ রান। সোমবার সাকিব-মিরাজদের লক্ষ্য ছিল দ্রুত অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে ফেরানো। সেই কাজটি আজ ভালোভাবেই করেন মেহেদী হাসান মিরাজ।

অস্ট্রেলিয়ার দলীয় রান যখন ৩৩ রান তখন স্টিভেন স্মিথকে বোল্ড করেন মিরাজ। এরপর পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাট রেনশ ৬৯ রানের পার্টনারশিপ গড়েন। অজিদের দলীয় রান যখন ১০২ তখন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। পিটার হ্যান্ডসকম্বকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।

এরপর দলীয় ১১৭ রানে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ম্যাট রেনশ। দলীয় ১২৪ রানে ম্যাথু ওয়েডকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১২৪ রানে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

মিরপুরে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। রবিবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে টাইগাররা।

অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট পতনের পর প্রতিরোধ গড়ে তোলেন অ্যাশটন আগার ও প্যাট কামিন্স। ৪৯ রানের পার্টনারশিপ গড়ে এই জুটি। আগার-কামিন্স জুটি ভাঙেন সাকিব আল হাসান। প্যাট কামিন্সকে বোল্ড করেন তিনি। শেষ উইকেটটি ও নেন সাকিব আল হাসান। ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়ে জস হ্যাজলেউডকে ফেরান তিনি।

মিরপুরে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। রবিবার ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬০ (৭৮.৫ ওভার)

(তামিম ইকবাল ৭১, সৌম্য সরকার ৮, ইমরুল কায়েস ০, সাব্বির রহমান ০, সাকিব আল হাসান ৮৪, মুশফিকুর রহিম ১৮, নাসির হোসেন ২৩, মেহেদী হাসান মিরাজ ১৮, তাইজুল ইসলাম ৪, শফিউল ইসলাম ১৩, মোস্তাফিজুর রহমান ০*; জস হ্যাজলেউড ০/৩৯, প্যাট কামিন্স ৩/৬৩, নাথান লায়ন ৩/৭৯, অ্যাশটন আগার ৩/৪৬, গ্লেন ম্যাক্সওয়েল ১/১৫)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২১৭ (৭৪.৫ ওভার)

(ডেভিড ওয়ার্নার ৮, ম্যাট রেনশ ৪৫, উসমান খাজা ১, নাথান লায়ন ০, স্টিভেন স্মিথ ৮, পিটার হ্যান্ডসকম্ব ৩৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৩, ম্যাথু ওয়েড ৫, অ্যাশটন আগার ৪১, প্যাট কামিন্স ২৫, জস হ্যাজলেউড ৫; শফিউল ইসলাম ০/২১, মেহেদী হাসান মিরাজ ৩/৬২, সাকিব আল হাসান ৫/৬৮, তাইজুল ইসলাম ১/৩২, মোস্তাফিজুর রহমান ০/১৩, নাসির হোসেন ০/৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here