সাত উইকেটে জিতল সানরাইজার্স

0
429

ক্রীড়া ডেক্স : মুম্বই ইন্ডিয়ান্স ১৩৮/৭ (২০ ওভার)

সানরাইজার্স হায়দরাবাদ ১৪০/ ৩ (১৮.২ ওভার)
সানরাইজার্স সাত উইকেটে জয়ী (দশ বল বাকি থাকতেই)

১৮.২ ওভার: দশ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতল সানরাইজার্স৷

১৫ ওভার: সানরাইজার্স তিন উইকেট হারিয়ে ১১৩৷

ব্যাট করতে এলেন বিজয় শঙ্কর৷

১৪.৪ ওভার: যুবি আউট৷১১ বলে ন রান করে আউট হলেন তিনি৷

ব্যাট করতে এলেন যুবরাজ সিং৷

১২.১ ওভার: হেনরিকেস আউট৷বুমরাহর বলে রোহিতের হাতে ক্যাচ আউট হলেন তিনি৷৩৫ বলে ৪৪ করলেন তিনি৷

১০ ওভার: হেনরিকেস আর ধাওয়ানই এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে৷দশ ওভার শেষে সানের স্কোর ৮৩/১

৫ ওভার: এক উইকেট হারিয়ে সানরাইজার্স ৩৭ রান তুলল৷

ব্যাট করতে এলেন মোয়েস হেনরিকেস৷

১.১ ওভার: ফিরে গেলেন ওয়ার্নার৷মিচেল ম্যাকক্লেনাঘানের বলে এলবিডব্লিউ হলেন তিনি৷ছ’বলে ছয় করলেন হায়দরবাদের অধিপতি৷

ব্যাট করেত নামলেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান৷

…………………………………………………………………………………………………………….

নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৮ তুলল মুম্বই৷দলের অধিপতি রোহিত (৪৫ বলে ৬৭) ছাড়া কেউই সেভাবে জ্বলে উঠতে পারেলন না উপলে৷সিদ্ধার্থ কাউল তিনটি উইকেট নিলেন৷

১৯.৫: পাঁচ বলে পাঁচ করে ফিরলেন কর্ণ শর্মা৷ভুবি ফেরালেন তাঁকে৷

ব্যাট করতে এলেন হরভজন সিং৷

১৯.১ ওভার: পোলার্ড আউট৷ন’বলে পাঁচ রান করে ভুবণেশ্বরের বলে ফিরলেন তিনি৷

১৮.১ ওভার: রোহিত শর্মা আউট৷৪৫ বলে ৬৭ করে ফিরলেন মুম্বইয়ের অধিপতি৷কাউলের বলে প্লে-ডাউন হলেন তিনি৷

১৫ ওভার: মুম্বই চার উইকেট হারিয়ে ৯৯৷

১৪.২ ওভার: ফিরে গেলেন পাণ্ডিয়া৷রশিদ খানের বলে হেনরিকেসের হাতে ক্যাচ আউট হলেন তিনি৷

১০ ওভার: তিন উইকেট হারিয়ে মুম্বইয়ের স্কোরবোর্ডে ৫৯৷ ক্রিজে রোহিত-পান্ডিয়া৷

ক্রিজে এলেন হার্দিক পাণ্ডিয়া৷

৬.১ ওভার: ফিরে গেলেন পার্থিব৷কাউলের বলে ক্যাচ আউট হয়ে গেলেন ১৭ বলে ২৩ করে৷

পাঁচ ওভার: মুম্বইয়ের স্কোর ২৮৷দু’উইকেট হারিয়েছে তারা৷ক্রিজে রোহিত-পার্থিব৷

মাঠে এলেন মুম্বইয়ের অধিপতি রোহিত শর্মা৷

৪.১ ওভার: রানা আউট৷১১ বলে ৯ রান করে কাউলের বলে ভুভণেশ্বর কুমারের হাতে ক্যাচ আউট হলেন তিনি৷

ব্যাট করতে এলেন নিতীশ রানা৷

১.৪ ওভার: ক্লিন বোল্ড সিমন্স৷পাঁচ বলে এক রান করে ফিরে গেলেন মুম্বইয়ের ওপেনার৷ মহম্মদ নবির বল মিডল স্টাম্প ছিটকে দিল

হায়দরাবাদের হয়ে বল ওপেন করলেন ভুবণেশ্বর কুমার৷

ব্যাট করতে নামলেন লেন্ডি সিমন্স ও পার্থিব প্যাটেল৷

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের৷
একটু পরেই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স৷প্লে-অফের টিকিট পাকা করতে আজ মরিয়া ঝাঁপাবে ওয়ার্নার অ্যান্ড কোং৷শেষ দু’ম্যাচেই হায়দরাবাদ হেরেছে৷তাদের পরের ম্যাচ গুজরাতের বিরুদ্ধে৷এখন মুম্বই-গুজরাত দুই জয় করতে হবে সানদের৷গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এই মুহূর্তে লিগ তালিকায় ছ’নম্বরে ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৩৷অন্যদিকে রোহিত শর্মার মুম্বই এই মুহূর্তে লিগের ফার্স্ট বয়৷১১ ম্যাচে ১৮ পয়েন্ট মুম্বইকরদের৷গত শনিবার মুম্বই ১৪৬ রানে দিল্লিকে হারিয়েছে৷ফলে তাদের মনোবল তুঙ্গে৷জয়ের ধারাতেই সচিনের টিম৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here