সারা বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি বিস্বয়-শিক্ষা উপমন্ত্রী

0
470

ডি এইচ দিলসান : বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা যত বেশি এগিয়ে যাবো আমাদের ভবিস্যাত খাদ্য নিরাপত্তা তত বেশি টেকসয় হবে। মাইক্রোবায়োলজিতে আমাদের গবেষকরা ইতমধ্যে অনেক এগিয়েছে আর তার সফলে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ক্ষুদা দারিদ্রমুক্ত একটি দেশ উপহার দিয়েছেন। বর্তমানে সারা বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি বিস্বয়, শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ মাইক্রোবায়োলজি সমিতির ৩২ তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধূরী নওফেল। এ সময় তিনি আরো বলেন, ভবিস্যাত খাদ্য নিরাপত্তা নিশ্চয়তার জন্য মাইক্রোবায়োলজি গবেষণার জন্য আলাদা বাজেট বরাদ্দ করা হবে।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন,
বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির সভাপতি প্রফেসর ড. এম এ মালেক, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সাবিতা রেজোয়ান রহমান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here