সেলফির বিনিময়ে দিতে হলো প্রাণ

0
415

ম্যাগপাই নিউজ ডেস্ক : দূর থেকে ছুটে আসছে রেলগাড়ি। রেললাইন ধরে হাঁটতে থাকা দুই বন্ধুর মাথায় তখন ‘রোমাঞ্চ’ খেলে গেল। ছুটে চলা রেলগাড়ি পেছনে রেখে যদি একটা ‘সেলফি’ তোলা যায়…! যেমন ভাবনা তেমন কাজ। কিন্তু নিষ্ঠুর রেলগাড়ি তো কিশোর মনের ‘রোমাঞ্চ’ বোঝে না। বেঝে শুধু ছুটে চলা। ছুটে চলা রেলগাড়িটি এক বন্ধুর প্রাণই কেড়ে নিল। জানা গেছে, সেলফি তুলতে গিয়ে দুই বন্ধু মোহাম্মদ শাহেদ (১৬) ও মোহাম্মদ হাসান (১৫) গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মোহাম্মদ শাহেদ।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের লালবেগ এলাকায় এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। নিহত শাহেদ কদমরসুল এলাকার আবদুস সাত্তারের ছেলে। আহত মোহাম্মদ হাসান একই এলাকার জালাল উদ্দিন আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, জুমার নামাজ শেষে দুই বন্ধু মোহাম্মদ শাহেদ ও মোহাম্মদ হাসান রেললাইন ধরে এগোচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রেন আসতে দেখে তারা রেললাইনের কাছাকাছি দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করে। ট্রেনের ধাক্কায় দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর শুক্রবার বিকেলেই মারা যায় শাহেদ।

আরেক বন্ধু হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহেদের মারা যাওয়ার খবর প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

শাহেদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোন ট্রেনে তারা কাটা পড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শাহেদ নিহত হওয়ার ব্যাপারে মেডিকেল পুলিশ ফাঁড়ি চট্টগ্রাম রেলওয়ে থানাকে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here