কলকাতার ‘অগ্নি পরীক্ষা’, সাকিবের দলে পরিবর্তনের আভাস

0
445

ম্যাগপাই নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বের শেষে রাতে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষ হায়দরাবাদ। আজ জিতলে শীর্ষস্থান অক্ষুন্ন থাকবে। হারলেও সেরা দুই থেকে সাকিবদের নামানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে, কলকাতার সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকলেও নেট রান রেটের কারণে হারলেই টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে কলকাতার। অবশ্য প্লে অফের সম্ভাবনা তখনই কিছুটা টিকে থাকবে নারাইন-কার্তিকদের। তবে সেটা নির্ভর করবে অন্য ম্যাচগুলোর ওপর।

কারণ শনিবার কলকাতা হারলে তাদের নেট রান রেট আরও মাইনাসে যাবে। অন্যদিকে, আজ দিনের প্রথম ম্যাচে যদি রাজস্থানের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু জয় পায় এবং আগামীকাল দিল্লির বিপক্ষে মুম্বাই জয় পায় তাহলে উভয়ের পয়েন্ট ১৪ হলেও নেট রান রেটের কারণে ছিটকে যাবে কলকাতা। অবশ্য হায়দরাবাদের বিপক্ষে জয় পেলে প্লে অফের জন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না কার্তিকদের।

এদিকে, হায়দরাবাদের একাদশে আজ একটা পরিবর্তনের আভাস দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা বলছে, গত ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়ে কোনো উইকেটশূন্য থাকা আইপিএলের ইতিহাসে সবচেয়ে খুরুচে বোলিং বাসিল থাম্পি আজ একাদশে থাকছেন না। যার পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছিল, সেই ভুবনেশ্বর কুমার আজ একাদশে ফিরবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here