সৈনিক

0
810

তুষার দত্ত

আমি সৈনিক আমি বিদ্রোহী,
আমার হাতে সর্বদা থাকে স্টেনগান।
আমি তাকেই অন্তর দিয়ে ভালোবেসে যাই,
যাহার কন্ঠে ধ্বনিত হয় সোনার বাংলার গান।
আমি তেজ,আমি সূর্য্য,
আমিই রাবনের বান।
দেশ মাতাকে করলে আঘাত,
আমি পরমানুর মত হয়ে যাই খান,খান।
আমি হিমালয়,আমি প্রলয়,
আমি সুনামির মত ভয়ঙ্কর।
দেশ বিরোধী দেশদ্রোহীর জন্য,
সর্বদা আমি করে থাকি হুঙ্কার।
আমি বিভিষীকা,আমি নির্মম,
আমি সাগরের মত উত্তাল।
দেশমাতাকে রক্ষা করার জন্য,
সর্বদা আমি হয়ে থাকি ভয়াল।
আমি ডেনামাইট,আমি ভুমি মাইন,
আমি জঙ্গলের জন্তুর মত হিংস্র।
জন্মভুমি নিয়ে কেহ ষড়যন্ত্র করলে,
আমি হয়ে উঠি বজ্র।
আমি ৫২ ভাষা আন্দোলন,৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন,
৬২ এর শিক্ষা আন্দোলন,৬৬ এর ছয় দফা।
৬৯ এর গন অভ্যুত্থান,৭০ এর নির্বাচন,
আমি ৭১ এর রনাঙ্গণের হার না মানা বীর যোদ্ধা।
আমি অগ্নুৎপাত,আমি পর্বতের গলিত লাভা,
আমি বঙ্গপসাগেরর উত্তাল ঢেউ।
আমি তখনি হয়ে যায় পাগলের মত,
যখন মাতৃভূমি নিয়ে কুৎসা রটায় কেউ।
আমি বায়ু,আমি ঘূর্ণি,
আমি সুন্দর বনের রয়েল বেঙ্গল।
বঙ্গমাতাকে রক্ষার জন্য যারা নিজেকে করেছে উৎস্বর্গ,
তাদের আত্মার জন্য সর্বদা কামনা করি মঙ্গল।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here