স্থায়ী জলবদ্ধতা থেকে মুক্তি পেতে যশোরে গ্রামবাসীরা মানবদ্ধন ও স্মারক লিপি পেশ

0
324

বিশেষ প্রতিনিধি : স্থায়ী জলবদ্ধতা থেকে মুক্তি,খাল পুনঃউদ্ধার ও খননের দাবিতে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে মানবন্ধন কর্মসূচী পালন করেন যশোরের ভায়না,রামকৃষ্ণপুর,শুকদেবপুর,শুড়া,লক্ষীনরায়নপুর,আল্লাইপুর,বুধোপুর,পুুকুরিয়া রাজাপুর ও গড় গ্রামের জনগন। মানববন্ধন এলাকার বাসীর পক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার গড় গ্রামের আব্দুল লতিফ জানান,কাঠালিয়া বিল,গাইদোয়ার বিল,জিয়েল তলার বিল, হাড়িয়ার ঘোপ বিল,চান্দার গাড়ে,বুধোপুর বাওড়,বুধগাঢ়ে নাঠাবিলে গ্রাম বাসীদের শতশত একর জমি আছে। এলাকাবাসীরা উক্ত জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। উক্ত ৮টি বিলের পানি সুধালী খাল দিয়ে গুলাভাঙ্গা বিল দিয়ে দাইতলা খাল দিয়ে প্রবাহিত হয়। বিগত সরকারের সময়ে উক্ত খালের জমি ১৮৮ নং রাজাপুর বাগডাঙ্গা মৌজার ১নং খতিয়ান এস,এ দাস নং-৫৩১,আর,এস দাগ নং-১১৫৫নং,এই খাল একটি মহল লিজ নিয়ে রাজাপুর গ্রামের মহ আলী,ইছালী গ্রামের সাবেক চেয়ারম্যান জুলফিক্কার আলী মাষ চাষ করছেন।তাছাড়া,খালের পাড়ে পুকুর ও খালের জমিতে বেআইনীভাবে মাটি ভরাট করে উঁচু করে চাষাবাধ করার কারণে উক্ত ৮টি বিলের পানি ঠিক মত বাহির হতে না পারায় প্রতি বছর বর্ষাকালে বিলের পানি বেড়ে যায়। যার ফলে বিলের ফসল ডুবে নষ্ট হয়। গ্রামবাসী কৃষির উপর নির্ভর শীল। দারিদ্র থেকে অতিদরিদ্র হয়ে যাচ্ছে গ্রাম বাসী। শতশত গ্রাম বাসী দাবি তুলেছেন,সুধালী খাল লিজ গ্রহনকারীদের নিকট থেকে উদ্ধার করে খালটি পুনঃখনন করা হোক। আর পুনঃখনন করা হলে জলবদ্ধতা দূর হবে। পাশাপাশি কৃষক তার ধান চাষ আবাদ করে জীবিকা নির্বাহ করতে পারবে। মানবন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ করেন।