হেরে কিছুটা চাপে আছি: স্মিথ

0
546

ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হেরে নিজ দেশেই তীব্রভাবে সমালোচিত হচ্ছেন অজি ক্রিকেটাররা। একই ঘটনা চট্টগ্রাম টেস্টে ঘটলে ২৯ বছর পর র‌্যাংকিংয়ে ৬ নম্বরে নেমে যাবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি।

অর্থাৎ ভীষণ চাপ নিয়ে মাঠে নামছে সফরকারীরা। তাই এ ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই বলেই মনে করছেন টিম অস্ট্রেলিয়া। যেভাবেই হোক ম্যাচটি তারা জিততে চান- এমনটাই জানালেন সফরকারী অধিনায়ক স্টিভ স্মিথ।
সোমবার বন্দরনগরীতে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট। তার আগে রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, সিরিজে আমরা ১-০ তে পিছিয়ে আছি। সমতায় শেষ করতে হলে আমাদের এ টেস্ট জিততেই হবে। গেল সপ্তাহের চেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, ম্যাচটি জিততে দলের সবাই নিজের সবটুকু ঢেলে দিতে চায়।

অজি অধিনায়ক বলেন, স্কোরলাইন যাই হোক, আন্তর্জাতিক ম্যাচ সবসময়ই চাপের। এ মুহূর্তে আমরা কিছুটা চাপে আছি। ম্যাচটি আমাদের জিততেই হবে। বলতে পারেন এটি একরকম বাঁচা-মরার ম্যাচ। তবে চাপ নিতে আমরা অভ্যস্ত।

বাংলাদেশ প্রসঙ্গে স্মিথ বলেন, গেলো ম্যাচে যেভাবে খেলেছে, তাতে অবশ্যই আত্মবিশ্বাসে টইটম্বুর থাকবে বাংলাদেশ। ঘরের মাঠে তারা এখন কঠিন প্রতিপক্ষ। জিততে হলে আমাদের অনেক ভালো খেলতে হবে।

ভেন্যু পছন্দ না হওয়ায় সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেনি অস্ট্রেলিয়া। অবশ্য এখন তা নিয়ে আফসোস হচ্ছে অস্ট্রেলিয়ার। ঢাকা টেস্টে ২০ রানে হারের পর তার দরকার অনুভব করে তিনি বলেন, প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে তা আমাদের জন্যই ভালো হতো। তবে সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। প্রথম টেস্টে আমরা নিজেদের কাজ সঠিকভাবে করতে পারিনি। আমাদের যতটা ভালো খেলার কথা, ততোটা পারিনি। বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here