১০ জনের দল নিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

0
591

ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’ তে নেপালকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্টে নিয়েই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। হয়েছে গ্রুপ সেরা। সেমিতে লাল-সবুজের যুবাদের প্রতিপক্ষ গ্রুপ বি রানার্সআপ ভারত।

এদিকে, গত ম্যাচে মালদ্বীপকে ৯ গোলে উড়িয়ে দেয়ার আগের ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

অপেক্ষা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কাজে লাগানোর। লাল-সবুজের যুবারা সেটা কাজে লাগিয়েছে দুর্দান্ত ফুটবল খেলেই। আনোয়ার পারভেজের শিষ্যরা ১০ জনের দল নিয়ে খেলেছে ম্যাচের তিনভাগের দুভাগই, স্বাগতিক নেপাল তাতেও পাত্তা পায়নি। আজ নিজেদের মাঠে নেপাল নড়েচড়ে বসার আগেই তাদের জালে বল জড়িয়ে দেন ইবনে আহাদ শাকিল।

আজ ম্যাচের দুই মিনিটের মাথায় অধিনায়ক মেহেদি হাসানের ফ্রি-কিকে মাথা ছুঁয়ে গোল করেন মিডফিল্ডার শাকিল। গোলটি অবশ্য প্রথমার্ধেই শোধ দিয়েছে নেপাল। ম্যাচের ৩২ মিনিটের গোল বাঁচাতে গিয়ে স্বাগতিক খেলোয়াড়কে ফাউল করে বসেন গোলরক্ষক মিতুল মারমা। রেফারি পেনাল্টির বাঁশি তো বাজিয়েছেনই, সঙ্গে মিতুলকে দেখান লাল কার্ড।

এদিকে স্পটকিকে স্বাগতিকদের সমতায় ফেরান ডিফেন্ডার জান উম্বু। ১০ জনের দল নিয়ে পরে পিছু হটেনি বাংলাদেশ, চালিয়ে গেছে লড়াই। তাতেই মিলেছে ফল। দ্বিতীয়ার্ধ শুরুর বাঁশি বাজতে না বাজতেই আচমকা এক আক্রমণে স্বাগতিকদের চমকে দিয়ে গোল করেন মিডফিল্ডার রাজন হাওলাদার। সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। আগামী ১ নভেম্বর ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here