১ মার্চ থেকে সেন্টমার্টিনে রাত যাপন নিষেধ

0
415

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের ১ মার্চ থেকে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে রাতযাপন নিষিদ্ধ হচ্ছে। সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে পর্যটকরা দিনের বেলায় দ্বীপটি ঘুরে দেখতে পারবেন। আন্তমন্ত্রণালয় কমিটি জানায়, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ছেঁড়াদ্বীপ ও গলাচিপা অংশে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, ৯ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসের চিত্র তুলে ধরে পরিবেশ অধিদফতর একটি প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে কমিটি এসব সিদ্ধান্ত নেয়। পরিবেশ অধিদফতরের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিদিন ১০ থেকে ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন দ্বীপে যায় এবং সেখানে অবস্থান করে। অধিকমাত্রায় পর্যটকের অবস্থানের কারণে হুমকির মুখে পড়েছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here