২০০ রানের লিড পার করল বাংলাদেশ

0
370

ক্রীড়া ডেস্ক:ঢাকা টেস্টের তৃতীয় দিনের সকালটা ছিল বেশ উজ্জ্বল। প্রথম সেশন থেকে ইমরুল-তাইজুলের বিয়োগে ৮৮ রান পায় টাইগাররা। তবে লাঞ্চ থেকে ফিরে দুই তারকা ব্যাটসম্যান তামিম-সাকিবকে খুইয়ে খানিকটা বিপাকে পড়ে বাংলাদেশ। তাতে অবশ্য থেমে থাকেনি রান তোলার গড়। সাব্বিরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করছেন দলনেতা মুশফিক।

ব্যাট হাতে আজ আর পারলেন না সাকিব আল হাসান। প্রথম ইনিংসে দলের দুঃসময়ে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলা সাকিব দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৫ রান। তার আগে ৭৮ রানের মাথায় প্যাট কামিন্সের করা ভয়ংকর বাউন্স কেড়ে নিল তামিমের শতক। সাজঘরে ফিরলেন টাইগারদের ড্যাশিং ওপেনার। প্রথম ইনিংসেও তামিমের ব্যাট থেকে আসে ৭১ রানের দারুণ ইনিংস। তবে আজ সেঞ্চুরি না হলেও নয়া রেকর্ড গড়লেন তামিম। বাংলাদেশের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি ছিল হাবিবুল বাশার সুমনের দখলে (২৪টি)। ৫০ টেস্টে ২৪টি হাফ সেঞ্চুরি করেন সাবেক এই টাইগার কাপ্তান। আজ মিরপুরে ক্যারিয়ারের ২৪তম অর্ধশতকে মাধ্যমে বাশারের পাশে বসলেন তামিম।

তৃতীয় দিনের প্রথম সেশন থেকে ইমরুল-তাইজুলের বিয়োগে ৮৮ রান পায় টাইগাররা। বাউন্ডারি মেরে দিন শুরু করেন তামিম। তাকে সঙ্গ দেন তাইজুল। কিন্তু খুব বেশিক্ষণ নয়। ৪ রান করেই ফিরে যান প্যাভিলিয়নে। এরপর তাইজুলের পথেই হাঁটেন ইমরুল কায়েস। দলীয় ৬৭ রানের মাথায় ইমরুলকে ফেরান নাথান লায়ন।

সোমবার শেষ বেলায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিন শেষে ১ উইকেট হারিয়ে ৪৫ রান জমা করে টাইগাররা। সেই সুবাদে ৮৮ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামে মুশফিক বাহিনী। সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে সাকিব-মিরাজদের ঘূর্ণিতে ২১৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পাঁচ উইকেট নিয়ে রেকর্ডের খাতায় নাম লেখান সাকিব আল হাসান। তিনটি উইকেট শিকার করে মেহেদী হাসান মিরাজ। খালি হাতে ফেরেননি তাইজুল ইসলামও।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের শুরুতে বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ১০ রান জমা পড়তেই তিন উইকেট খোয়ায় স্বাগতিকরা। এক এক করে প্রথম সারির তিন ব্যাটসম্যান সৌম্য (৮), ইমরুল (০) আর সাব্বির (০) ফিরে যান সাজঘরে। তিন উইকেটই ঝুলিতে পুরেছেন ওজি পেসার প্যাট কামিন্স। চতুর্থ উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন সাকিব-তামিম।

শতকের পথে থাকা তামিম ইকবালকে থামিয়ে ১৫৫ রানের জুটি ভাঙেন পার্ট টাইম স্পিনার ম্যাক্সওয়েল। আর ৮৪ রান করে নাথান লায়নের শিকার হয়ে বিদায় নেন সাকিব। ৭১ রান করে তামিম এবং ৮৪ রানে সাকিব ফিরলেও নিজেদের ৫০তম টেস্টে বীরত্বের ছাপই রেখে যান দুজন। ১৪৪ বলে ৫ চার ৩ ছয়ে ৭১ রান আসে তামিমের ব্যাট থেকে। টাইগার অলরাউন্ডার সাকিব করেন ১৩৩ বলে ১১ চারে ৮৪ রান।

সাকিব-তামিম আউট হওয়ার পর বাকিরা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে খানিকটা সময় লড়াই করেছেন নাসির (২৩) ও মিরাজ (১৮)। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২৬০ রানেই অলআউট হয় বাংলাদেশ। অজি বোলারদের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন প্যাট কামিন্স, নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার। একটি উইকেট দখল করেন ম্যাক্সওয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here