২৪ ঘণ্টায় হাসপাতালে ৪০৩ ডেঙ্গু রোগী

0
304

নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৪০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যা আগের সব রেকর্ড ভেঙেছে। এটি ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক আয়েশা আক্তার।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৮৩ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে ৩৮ জন, ঢাকা শিশু হাসপাতাল ১২ জন , শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন,শাহবাগ বারডেম হাসপাতালে ৯ জন, রাজারকবাগ পুলিশ হাসপাতালে ১৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন।

গতকাল সকাল ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত বিজিবি হাসপাতালে (পিলখানা) ডেঙ্গু রোগী ভর্তি হয়ে ৫ জন। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে একদিনে ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনার হাসপাতালে ভর্তি আছেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবার ডেঙ্গুর লক্ষণ ভিন্ন হওয়ায় বাড়ছে প্রাণহানির আশঙ্কা। উচ্চ তাপমাত্রা, তীব্র ব্যথা না থাকায় চিকিৎসকের কাছে যেতে যেমন দেরি হচ্ছে, তেমনি চিকিৎসা পদ্ধতি নিয়েও আছে বিভ্রান্তি।

এক্ষেত্রে ডেঙ্গু ম্যানেজমেন্ট ন্যাশনাল গাইড লাইন ২০১৮ এর নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্লেটলেট কমে গেলেই রক্ত দিতে হবে এই ধারণা থেকে বেরিয়ে এসে রক্তের ঘনত্ব নির্ণয় করে দিতে হবে চিকিৎসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here