৪৩ রানেই ভেঙে পড়লো বাংলাদেশ

0
352

ক্রীড়া ডেস্ক : উইকেটে ঘাস। আছে আর্দ্রতাও। আকাশ মেঘলা। খেলা শুরুর আগে হয়েছে বৃষ্টি। ব্যাটসম্যানদের অপেক্ষায় চ্যালেঞ্জ তাই ছিল। কিন্তু এভাবে ভেঙে পড়বে বাংলাদেশ, এটা কি ওয়েস্ট ইন্ডিজও ভাবতে পেরেছিল? দুঃস্বপ্ন বললেও বুঝি বলা হয় কম। ম্যাচের প্রথম সকালেই বাংলাদেশ গুটিয়ে গেল পঞ্চাশের আগেই।
অ্যান্টিগা টেস্টের প্রথম সকালে টস হেরে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৩ রানেই। টেস্টে নিজেদের আগের সর্বনিম্ন রানকে পেছনে ফেলেছে অনেকটা ব্যবধানে।
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে ৬২ ছিল আগের সর্বনিম্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি সব দল মিলিয়েই সর্বনিম্ন।
টেস্টের আগে যা নিয়ে ছিল মূল শঙ্কা, সেই শ্যানন গ্যাব্রিয়েল উইকেটই পেলেন না। বাংলাদেশকে ধসিয়ে দিলেন অন্যরা।
ধ্বংসজ্ঞের শুরু করেছিলেন কেমার রোচ। ৫ ওভারের এক স্পেলে ৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। চার পেসার মধ্যে দুর্বলতম ছিলেন যিনি, সেই মিগেল কামিন্স নিয়েছেন তিনটি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৮.৪ ওভারে ৪৩ (তামিম ৪, লিটন ২৫, মুমিনুল ১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ০, সোহান ৪, মিরাজ ১, রাব্বি ০, রুবেল ৬*, আবু জায়েদ ২; রোচ ৫/৮, গ্যাব্রিয়েল ০/১৪, হোল্ডার ২/১০, কামিন্স ৩/১১)।
সূত্র : বিডিনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here