৮ই মে ২০১৯ রোজ বুধবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে

0
809

মোস্তফা বখতিয়ার : রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ ।

আগামী ৮ই মে ২০১৯ রোজ বুধবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯১ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ইউনিট কার্যালয়ে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার বিবরণ নিম্নরূপ:
তারিখ ও সময় বিভাগ শ্রেণী নির্ধারিত বিষয়

রেজিষ্ট্রেশন শুরুঃ ৫ই মে, ২০১৯ বিকাল: ৩.০০টা

প্রতিযোগিতা শুরু: ৩.৩০টা

চিত্রাঙ্কন :
ক ০- তৃতীয় উন্মুক্ত
খ চতুর্থ- সপ্তম দূর্যোগ কালীন অবস্থার চিত্র।
গ অষ্টম -দশম দূর্যোগে ক্ষতিগ্রস্থের দৃশ্য ও উদ্ধার কার্যক্রম।

কবিতা আবৃত্তি :

ক ০- দ্বিতীয় উন্মুক্ত

খ তৃতীয়- পঞ্চম প্রশ্ন (রবীন্দ্রনাথ ঠাকুর)
গ ষষ্ঠ- অষ্টম আবার আসিব ফিরে (জীবনানন্দ দাস)
ঘ নবম- দশম স্বাধীনতা তুমি (শামসুর রহমান)

রচনা প্রতিযোগিতার জন্য স্বহস্তে রচনা লিখে আগামী ০৫-০৫-২০১৯ তারিখের মধ্যে যশোর রেড ক্রিসেন্ট ইউনিটে অবশ্যই জমা দিতে হবে।

রচনা প্রতিযোগিতা :
ক ( পঞ্চম – সপ্তম) রেড ক্রিসেন্ট সোসাইটির জন্ম ইতিহাস ও কার্যক্রম। (অ-৪ সাইজের অফসেট কাগজে সর্বোচ্চ নিম্ন৩ পৃষ্টা)।
খ (অষ্টম –দশম) রেড ক্রিসেন্টে সোসাইটির কার্যক্রম বর্ণনা কর ভুমিক (অ-৪ সাইজের অফসেট কাগজে সর্বোচ্চ নি নিম্ন ৩ পৃষ্টা)।

শুভেচ্ছান্তে,
(জাহিদ হাসান টুকুন)
সেক্রেটারী
যশোর রেড ক্রিসেন্ট ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here