মনিরামপুর বাজারে ফরমালিন যুক্ত ইফতারী সামগ্রী ও বিভিন্ন ফলে সয়লাব

0
1367

উত্তম চক্রবর্ত্তী, মনিরামপুর(যশোর): রমজানের শুরুতেই ফরমালিন মিশ্রিত ফলে সয়লাব মনিরামপুর বাজারসহ বিভিন্ন হাট বাজার। এ বাজার গুলোতে রোজাদারদের জন্য ইফতারী সামগ্রী থেকে শুরু করে আম , কাঠাল , আনারস, কলা , পেঁপে,লিচুসহ বিভিন্ন ফলে অধিক পরিমান ফরমালিন ব্যবহার করছে বাজারের এক ধরনের অসাধু ব্যাবসায়ীরা। বাজারের স্থায়ী হোক আর অস্থায়ী দোকানদার হোক সবাই এক যোগে ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করে চলেছে। ক্রেতারা ফরমালিন মিশ্রিত আম, কলা ক্রয় করে রমজানের সময় বাড়িতে নিয়ে ঐ আম, কলা খেতে পারছেনা। কারন মিশ্রিত ঐ ফলগুলো ২/৪ ঘন্টা পার হতে না হতেই ভীতরে পচন ধরছে। বাজার ঘুরে জানা গেছে অনেক ক্রেতা ঐ ফল কিনে বাড়ি নিয়ে যাওয়ার আগেই ফলগুলো পচন ধরেছে। বাজারের বিভিন্ন মুদি দোকান থেকে শুরু করে বাজারের রাস্তার পাশে ভ্রাম্যমান দোকান গুলোই বেশি পরিমান ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করছে। আর এই সমস্থ ফল কিনে বাড়িতে নিয়ে যেয়ে পচন ধরার কারনে খেতে না পেরে  দোকানে এসে প্রতিবাদ করতে গেলে অসাধু সকল দোকানদার এক হয়ে ঐ ক্রেতার উপর হামলা করে বলে ক্রেতা জানান। সুত্রে জানা গেছে এ বাজার গুলোতে  কয়েকটি কলার আড়ৎ আছে, ঐ সকল আড়তে ফরমালিন জাতীয় বিষ ¯েপ্র করে থাকে। আর এক ধরনের ব্যাবসায়ী রয়েছে , তারা আম ও কলায় এত বেশি পরিমান ফরমালিন ব্যবহার করছে যে। বাজারের ফল এক ব্যাবসায়ী (নাম প্রকাশে অনিচ্ছিক) সাথে কথা হলে তিনি প্রতিনিধিকে জানান , আম, কলা, পেপে, লিচু, পেয়ারাসহ বিভিন্ন ফল আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। এই সব ফলে যদি ফরমালিন জাতীয় কোন বিষ জাত দ্রব্য দেওয়া থাকে তাহলে আমরা কি করে দিব।  আমি কোন ফলে ফরমালিন ব্যাবহার করিনা। বাজারের ক্রেতারা রোজার মাসে অতিদ্রুত ফরমালিন বিরোধী অভিযান দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here