তালায় বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত

0
718

তালা প্রতিনিধি : উপজেলার তেঁতুলিয়ায় উন্নত বারি সরিষা-১৪ জাতের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে ও তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার বিকালে তেঁতুলিয়া গ্রামের কৃষক কাজী মুক্তাদির রশিদ এর সরিষা ক্ষেতে মাঠ দিবস সভার আয়োজন করা হয়।
মাঠ দিবস সভায় সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা এর উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-খুলনা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা প্রশিক্ষন অফিসার জি.এম. আব্দুল গফুর, জেলা বীজ প্রত্যয়ন অফিসার সত্যব্রত নাগ, এডি অফিস খুলনা অঞ্চল এর উপ-পরিচালক মোহন কুমার ঘোষ ও তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম। তালা উপসহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য ডা. দেলোয়ার হোসেন সোনা, উপসহকারী কৃষি অফিসার মো. আব্দুল জব্বার, কৃষক কাজী মুক্তাদির রশিদ ও মো. আবু মুছা প্রমুখ বক্তৃতা করেন। এসময় সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক/কৃষাণী সহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here