প্রয়োজনে জাতীয় পুরস্কার ফিরিয়ে নিন :‌ অক্ষয়

0
390

প্রায় আড়াই দশক ধরে বলিউডে কাজ করছেন অক্ষয় কুমার। নায়ক হিসেবে তার প্রথম ছবি ‘‌সৌগন্ধ’‌ মুক্তি পায় ১৯৯১ সালে। দীর্ঘ কেরিয়ারে ব্যর্থতা-সাফলতা দুটোই ছিলো। তবে কখনও হতাশ হননি বরং লড়াই করে শক্ত করেছেন নিজের পায়ের নীচের মাটি।

তবে জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে বিতর্কের মধ্যে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। সোমবার ভারতের মুম্বাইয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘‌চাইলে পুরস্কার ফিরিয়ে নিতে পারেন। গত আড়াই দশক ধরে বলিউডে কাজ করছি। বরাবরই একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখনই কেউ জাতীয় পুরস্কার জেতে কিছু না কিছু বিতর্ক হয়ই। কেউ না কেউ ঝামেলা পাকানই। ও যোগ্য নয়, অন্য কারও পাওয়া উচিত ছিল, এই ধরণের নানা কথা কানে আসে। দীর্ঘ ২৬ বছর কাজ করার পর জাতীয় পুরস্কার পেয়েছি আমি। তাতেও যদি আমাকে যোগ্য মনে না হয়, তাহলে পুরস্কার ফিরিয়ে নিন। ’‌

‘‌রুস্তম’‌ ছবির জন্য এ বছর সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয়। তাতে অনেকেই নাক সিঁটকেছেন। ‘‌দঙ্গল’‌ ছবির জন্য আমির খান এবং ‘‌আলিগড়’‌ এর জন্য মনোজ বাজপেয়ীকেই তাদের পছন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here