কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার তাল গাছ ও দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা

0
1245
উত্তম চক্তবর্তী,মনিরামপুর(যশোর) : শুধু বাবুই আর চঁড়াই পাখিই নয় কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে পৃথিবীর নাম জানা ও না জানা বিভিন্ন প্রজাতির পাখি। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে মিষ্টি মধুর কলতান আর প্রকৃতির মনোরম দৃশ্যপট। যুগে যুগে কবি সাহিত্যিকরা প্রকৃতির নানান রূপ নিয়ে সৃষ্টি করেছেন কত না রঙবে রঙের গল্প-কবিতা। আজ ফেলে আসা দিন গুলির সাথে ভবিষ্যৎ প্রজন্মের মিলের গরমিল হয়েছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আজ এই দৃষ্টি নন্দন মনোরম দৃশ্যগুলি কল্পনার মতো লাগে। পৃথিবীর বুকে প্রকৃতির এক অপরূপ সুন্দর মনোরম দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা। এমন দৃশ্য এমন প্রকৃতি হারিয়ে যাওয়ার আগেই প্রকৃতিতে প্রয়োজন তাল গাছের সংখ্যা বৃদ্ধি করা। বনাঞ্চলে হাজার হাজার রকম গাছ থাকলেও বাবুই পাখির বাসস্থান ও জন্ম বৃদ্ধির জন্য বাবুই পাখির প্রথম পছন্দ। কিন্তু এখন প্রশ্ন থেকে যায় বাবুই পাখি কেন তাল গাছে বাসা বাঁধে ? তথ্য অনুসন্ধানের প্রেক্ষিতে জানা যায়, বাবুই পাখির গুনের শেষ না থাকলেও রয়েছে নিজের নিরাপত্তা নিয়ে প্রচন্ড রকমের ভয়। বিভিন্ন জন্তু, পোকামাকড়, শাপ, বিচ্ছুর হাত থেকে বাঁচতে তাল গাছের পাতায় কাটাকেই ঢাল হিসাবে নিয়েছে। পাতার আগার দিকের শেষাংশে ঝুলে শুণ্যের উপরে তৈরী করেছে মনোরম দৃষ্টিনন্দন বাসা যা বাতাসে দুলতে থাকে। প্রচন্ড ঝড় বাতাসে তাল গাছের বড় বড় পাতা গুলো বিভিন্ন ঝুঁকি থেকে বাঁচতে সাহায্য করে। তাছাড়া প্রকৃতিতে মনোরম দৃশ্যটি কেবল তাল গাছেই শোভা পায়, এমনি ভাবে গভির বুদ্ধিমত্তায় গড়ে উঠে বাবুই পাখির বাসা। সে কারনেই প্রকৃতিতে তাল গাছ ও বাবুই পাখির বাসা খুবই প্রয়োজন থাকলেও অতিরিক্ত ইটের ভাটা তৈরি হওয়াকে কেন্দ্র করে এগুলো আমাদের মাঝ থেকে বিলুপ্তের পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here