তালার রথখোলা বাজারে জাতীয় পার্টির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

0
416

বি. এম. জুলফিকার রায়হান তালা : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইদিয়া রথখোলা বাজার মাঠ চত্বরে জাতীয় পার্টির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালার জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে সোমবার বিকালে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. হাসেম আলী গাজী। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস. এম. আলাউদ্দীন।
সমাবেশে অন্যান্যের মধ্যে জাপা নেতা মো. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী মোড়ল, শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, আলহাজ্ব মো. আমিরুল ইসলাম আলম, মো. মোকবুল হোসেন, রনজিৎ চৌধুরী, ডা. প্রদীপ কুমার চট্টোপাধ্যায়, শেখ আব্দুল কাদের, মোল্যা নুরোল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান, মো. আজিজুর রহমান, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম পিটুল, সাতক্ষীরা জেলা আহবায়ক আশিকু রহমান বাপ্পী, যুগ্ম- আহবায়ক মো. আবু তাহের, তালা যুব সংহতি উপজেলা সভাপতি সরদার কবির আহমেদ, সাধারন সম্পাদক শেখ আমিনুর রহমান, যুব সংহতি নেতা মো. আব্দুল আলীম, মো. লিটন গোলদার, জাতীয় ছাত্রসমাজের সাতক্ষীরা জেলা সাধারন সম্পাদক এস. এম. আকরামুল ইসলাম ও জালালপুর ইউনিয়ন সভাপতি প্রতাপ চট্টোপধ্যায় প্রমুখ ।
সভায় প্রধান অতিথিÑ সুশাসন, উন্নয়ন ও অধিকার ফিরে পেতে তরুন প্রজম্ম সহ সকলের নিকট আগামী সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।
উল্লেখ্য, তালার কৃত্বি সন্তান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাপা দলীয় প্রার্থী হিসেবে ইতোমধ্যে নিশ্চিত হয়েছেন। এছাড়া মহাজোটগত ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে মহাজোটের প্রার্থী হবেন বলে এলাকায় ব্যাপক প্রচারনা রয়েছে। একারনে, সৈয়দ দিদার বখত্ প্রতিনিয়ত তালা ও কলারোয়া উপজেলার প্রত্যান্ত এলাকায় ব্যপক গনসংযোগ, পথসভা, কর্মী সমাবেশ, মত বিনিময় সভা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here