নড়াইলে কলেজের নৈশ প্রহরী খুনের আসামি যশোর থেকে গ্রেফতার

0
410

নিজস্ব প্রতিবেদক
নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশ প্রহরী মান্নান শেখ (৫০) খুনের ঘটনায় জড়িত থাকার দায়ে দুই আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর জেলা পুলিশের সহায়তায় আসামিদেরকে শনাক্ত করে যশোর কোতয়ালী থানাধীন রাজারহাট ও রামনগর এলাকা থেকে (গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার কোতয়ালী থানাধীন বেজপাড়া চারখাম্বা এলাকার মো. ঝন্টু শেখের ছেলে মো. বিপ্লব শেখ (১৯) ও একই থানাধীন রামনগর মোল্যাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে নাইম (২০)। আসামিদের গ্রেফতারের পর বুধবার (২৬ জুন) বেলা ১২টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন পিপিএমসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ প্রমুখ।
প্রেস ব্রিফিং চলাকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, আটককৃত আসামিরা খুনের ঘটনা স্বীকার করেছে। তারা শুধুমাত্র মান্নান শেখের ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই খুনটি করেছে। তাদের দেখানো মতে খুনে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও তাদের আরো জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here