নড়াইলে বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের সভাপতি ক্ষুব্ধএলাকাবাসির ধাওয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়েছে

0
340

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে ক্ষুব্ধ এলাকাবাসির ধাওয়ায় খেয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের প্রকল্প সভাপতি মোটরসাইকেল ফেলে পালিয়ে জীবন বাঁচিয়েছেন। মঙ্গলবার (২৬ জুন) সকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুরে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী-বিন-মোর্তুজা সদরের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেন। স্থানীয়দের অভিযোগ দায়সারা ভাবে মাঠ ভরাট কাজ করা হয়েছে। ওই প্রকল্পে আনুমানিক সর্বোচ্চ ১৬ হাজার টাকা ব্যায় হয়েছে। মাঠ ভরাট প্রকল্পের সভাপতি আব্দুল হান্নান শেখ সিংহভাগ টাকা আতœসাৎ করেছেন। তাকে বার বার অনুরোধ করা হলেও তিনি এ প্রকল্প কমিটি’র কারো কোন কথা শুনছেন না। একধিকবার সভা ডেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় এলাকাবাসি তাকে সভায় হাজির করতে পারেনি। এতে এলাকাবাসি চরম ক্ষুব্ধ হয়ে উঠে। মঙ্গলবার (২৬ জুন) সকালে ওই বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন পিআইসি আব্দুল হান্নান শেখ। তাকে দেখে এলাকাবাসি ধাওয়া করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে জীবন বাঁচান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম আকবর হোসেন বলেন, ‘শুনেছি মাঠ ভরাট কাজের প্রকল্প কমিটিতে আমাকে রাখা হয়েছে। তবে মাঠ ভরাট সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। এ কমিটির পিআইসি স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান শেখ একাই কাজ করছেন। তিনি সামান্য কিছু মাটি দিয়ে দায়সারা ভাবে কাজ শেষ করতে চাচ্ছেন।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কার ফকির জানান, ‘বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের পিআইসি আব্দুল হান্নান শেখ কাউকে কিছু না বলে রাতের আঁধারে টলিতে মাটি এনে বিদ্যালয়ের মাঠে ভরাটের কাজ করেছেন। সামান্য কিছু মাটি দিয়ে টাকা আতœসাৎ করেছেন। এতে ক্ষুব্ধ এলাকার লোকজন তাকে ধাওয়া করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।’
এ প্রসঙ্গে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের পিআইসি আব্দুল হান্নান শেখ জানান, ‘কাজ এখনও শেষ হয়নি। এ পর্যন্ত ৩০ হাজার টাকার মত কাজ করানো হয়েছে। যথাযথ ভাবে বাকি টাকার কাজ করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here