নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় ১০ জন হাসপাতালে ভর্তি

0
287

নিজস্ব প্রতিবেদক
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ওইদিন সকাল নয়টার দিকে খাবার খাওয়ার পর ১০জন অসুস্থ হয়ে পড়েন। নড়াইলের সীমান্তবর্তী গ্রাম মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের হাসাইখোলার ইনসান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিরা হলেন-পরিবারকর্তা ইনসান আলী (২৯), তার মা মোমেনা বেগম (৫০), স্ত্রী মুরশিদা খাতুন (২১) ও শিশুপুত্র ইয়ামিন (৫)। এছাড়া কৃষি কাজের জন্য শ্রম দিতে আসা নড়াইল সদরের ধাড়িয়াঘাটা গ্রামের শরিফুল জোমাদ্দার (৪৩), টিপু মোল্লা (৪৫), কনক মোল্লা (৩৫), মোস্তাক মোল্লা (৪৯), মিটু মোল্লা (৪০) ও মোক্তার মোল্লা (৫০)।
পরিবারের সদস্যরা জানান, সকাল নয়টার দিকে তারা বাড়িতে রান্না করা ভাত, ডিমভুনা, পোনা মাছ ও কাঁচাকলার তরকারি খান। এ খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন বলেন, খাদ্যে বিষক্রিয়ায় কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদের ঘুম ঘুম ভাব, মাথা ব্যাথা ও বমি হচ্ছে। আশা করছি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here