নড়াইলে চাকুরী জাতীয় করণের দাবীতে মহরারদের কলম বিরতি

0
311

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসের এক্সট্রা মহরারদের (নকল নবীশ) চাকুরী জাতীয় করণের দাবীতে অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি চলছে। বাংলাদেশ এক্সট্রা মহরার (নকল নবীশ) এসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে সোমবার (৩০ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।
নড়াইল সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে নকল নবীশদের কর্মবিরতি পালনকালে বক্তব্য দেন, নড়াইল জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাজমা খাতুন, কোষাধ্যক্ষ লিপিকা তরফদার, হাসিনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, ‘১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘোষনা অনুযায়ী এবং ১৯৮৪ সালে বর্তমান প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাস মোতাবেক নকল নবীশদের চাকুরী জাতীয় করণ করে সেবার মান বৃদ্ধিসহ নকল নবীশদের জীবনমানের উন্নয়ন করা হোক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here