নড়াইলে জেলেপল্লীর ইন্দ্রোজিতের উচ্চশিক্ষা নিয়ে সংশয়

0
401

নিজস্ব প্রতিবেদক
অদম্য মেধাবী ছাত্র ইন্দ্রোজিত। জেলে পল্লীর হতদরিদ্র ইন্দ্রোজিত নড়াইল সদর উপজেলার বল্লারটোপ আইডিয়াল কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছে। তার বাড়ি নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে। সে গোবিন্দ বিশ্বাসের ছেলে। তিন সন্তানের মধ্যে সে বড়। অন্য দুই সন্তানও স্কুলে লেখাপড়া করে। বাবা বিভিন্ন হাট বাজারে মাছ বিক্রি করেন। মা দীপ্তি রানি অন্যের বাড়িতে ঝি এর কাজ করেন। দাদীসহ পরিবারের সদস্য সংখ্যা ছয় জন। বাড়িতে বসবাসরত ছয় শতক জমি ছাড়া তার আর কিছুই নেই। ভাঙ্গা টিনের ঘরে নেই জানালা। তাই ঘরে বসেই আকাশ দেখা যায়। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কষ্টের যেন শেষ নেই। ইন্দ্রোজিতের পড়ার কক্ষে একটি খাট এবং একটি টেবিল ছাড়া আর কিছুই নেই। বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগে ছাবড়ার খুপড়ি ঘরে রান্না করতে হয় তাদের।
ইন্দ্রোজিত একজন ভাল ক্রিকেটারও বটে। বিভিন্ন টুর্নামেন্টে একাধিক ট্রপি জিতলেও রাখার মত কোন আলমীরা নেই।
ইন্দ্রোজিত বলেন, ‘এইচএসসিতে শিক্ষকরা কোন দিন আমার নিকট থেকে প্রাইভেটের টাকা নেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ার স্বপ্ন পুরণ হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ইন্দ্রোজিতের বাবা গোবিন্দ বিশ্বাস বলেন, ‘আমার ছেলে পরীক্ষায় ভাল ফলাফল করায় পরিবারসহ জেলে পল্লীর সবাই খুশি। ছেলের পড়াশোনার জন্য সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন করছি।’ ইন্দ্রোজিত দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসিতে জিপিএ ৪.৭২ পেয়েছে।

বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, ‘ইন্দ্রোজিতের আর্থিক অবস্থা বিবেচনা করে তার বই কিনে দেয়া ও বেতন পরিশোধসহ সার্বিক ব্যয়ভার কলেজ থেকেই বহন করা হয়েছে। তার ফলাফলে আমরা সবাই খুশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here