নড়াইলে দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

0
463

নিজস্ব প্রতিবেদক
নড়াইল শহরের বেনাডোব গ্রামে দুই কন্যা সন্তানের জননী শম্পা বেগমকে (২৬)বুধবার রাত ১০টায় শ^াসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শম্পা ওই গ্রামের মুসাম শেখের স্ত্রী। বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রহ্মনীনগর গ্রামের ফসিয়ার মোল্যার মেয়ে শম্পার সঙ্গে ৮বছর আগে নড়াইল পৌরসভার বেনাডোব এলাকার আফসার শেখের ছেলে মুসাম শেখের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ফাহিমা বয়স ৪বছর এবং ছোট মেয়ে মাহিয়ার বয়স দেড় বছর। সম্পার স্বামী মুসাম শেখ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
শম্পার ভাই মনির মোল্যা বলেন, ‘বুধবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে ফোন করে আমাদের জানানো হয়েছে শম্পা মারা গেছে। সেখানে গিয়ে দেখি তার কান দিয়ে রক্ত বের হচ্ছে। এছাড়া গলায় দাগ দেখে আমাদের সন্দেহ হয় তাকে শ^াসরোধে হত্যা করা হয়েছে।’
অভিযুক্ত মুসামের চাচা মুক্তার শেখ বলেন, ‘আমার ভাইয়ের ছেলে মুসাম রাতে বাড়িতে গিয়ে দেখতে পায় বসন্ত রোগে আক্রান্ত তার ছোট মেয়েকে ডাল দিয়ে তার স্ত্রী শম্পা ভাত খাওয়াচ্ছে। তখন রাগারাগি করে তার স্ত্রীকে মরতে বলে। এ কারণে অনুরাগে রাতেই বাড়ির পাশের লিচু গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।’

সদর থানার উপ-পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here