নড়াইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

0
562
PHTO0103.JPG

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার (২৯ এপ্রিল) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী খেলায় স্বাগতিক নড়াইল জেলা ফুটবল দল ৪-১ গোলে গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে শুভ সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ-সভাপতি আইয়ুব খান বুলু, ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এগিয়ে চলেছে। তরুণদের উচিত খেলাধূলার প্রতি মনেযোগী হওয়া। খেলাধূলার মাধ্যমে শারীরিক ভাবে সুস্থ্য থাকা যায়। পাশাপাশি মাদকসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কমতে পারে। শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া প্রয়োজন। ফুটবল, ক্রিকেট, হাডুডু টেবিল টেনিস সহ নানা ধরণের খেলাধুলার মধ্য দিয়ে মাশরাফি বিন মুর্তজার মতো আরো নতুন নতুন খেলায়োড়ের সৃষ্টি হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে কোলকাতা মোহামেডান স্পোটিং ক্লাব ও ঢাকা ব্রাদার্স ইউনিয়নসহ ১২টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here