ফ্রান্স-আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

0
466

ক্রীড়া ডেস্ক : উত্তাপ আর উন্মাদনা ছড়িয়ে রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স আর আর্জেন্টিনা। শেষ আটে যাওয়ার এ লড়াইয়ে কোনরকমের ছাড় দিতে নারাজ আসরের অন্যতম শক্তিশালী এই দল দু’টি।

তবে পরিসংখ্যানের পাতায় এগিয়ে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১১ বারের লড়াইয়ে মেসির দল জিতেছে ৬বার, হেরেছে ২বার, ম্যাচ ড্র ৩টি। আর বিশ্বকাপে এই দ্বৈরথ আরো শুভ আর্জেন্টাইনদের জন্য। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নদের এই আসর দুইবার দেখেছে এই দলদুটির দ্বৈরথ। দুইবারই জিতেছে আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত তারা উঠেছে ফাইনালে (১৯৩০ ও ১৯৭৮ বিশ্বকাপ)। ১৯৭৮ সালে তারা জিতেছিল নিজেদের প্রথম শিরোপা।

আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি শুক্রবার অনুশীলনে দলের ১২ জনকে আলাদাভাবে বিশেষ অনুশীলন করিয়েছেন। আর এই ১২ জনের মধ্যে ছিলেন পাভন। আর তাই ধারণা করা হচ্ছে ফরাসিদের বিপক্ষে মূল একাদশেই থাকবেন তরুণ এই উইঙ্গার।

দুই দলের সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা:
আর্মানি, মের্কাদো, অটামেন্ডি, রোহো, টালিয়াফিকো, মাসচেরানো, বানেগা, পেরেজ, পাভন, মেসি, ডি মারিয়া।

ফ্রান্স:
লরিস, পাভার্দ, ভারান, উমতিতি, হার্নান্দেজ, কান্তে, পগবা, মাতুইদি, গ্রিজমান, এমবাপ্পে, জিরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here