বিষাক্ত মদ পানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু

0
388

রাবি প্রতিনিধি:বিষাক্ত মদ্যপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎাধীন আছে। আজ রবিবার সকালে রামেকে কর্তব্যরত চিকিৎসকরা এসব তথ্য নিশ্চিত করেন।

মৃত শিক্ষার্থীরা হলেন রাবির অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তুর্য রায় এবং একই সেশনের আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান তুর্য। অসুস্থ রুয়েটের কম্পউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রকি রামেকের ১৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

ছাত্রফন্টের সাবেক নেতা সোহরাব বলেন, গতকাল শনিবার রাত ১০ টার দিকে তুর্য রায় আমাকে ফোন দিয়ে অসুস্থতার কথা বলে এবং আমার মেসে আসতে চায়। সে বালিয়াপুকুরের একটি মেসে থাকত। আর আমার মেস হাদীর মোড়ে। রাফিদ তুর্য ও তুর্য রায় আমার মেসে আসলে তারা আমাকে শুক্রবার রাতে তাদের ড্রিংকস করার কথা বলে। এরপর আমি তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেই। আনুমানিক তিনটার দিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়।তখন তাদেরকে রামেকে নিয়ে আসি। সাড়ে ৫টার দিকে ডাক্তার রাফিদ তুর্যকে মৃত ঘোষণা করে।তখনও তুর্য রায়ের চিকিৎসা চলছিল। পরে সাড়ে সাতটার দিকে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহতদের লাশ মর্গে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে মদ্যপানে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here