বেনাপোলে র্শীষ মাদক ব্যবসায়ী আটক

0
441

নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে র্শীষ মাদক ব্যবসায়ী শামিম হোসেন নয়ন চেকপোষ্ট বিজিবি সদস্যদের হাতে আটক হওয়ার পর নিজেদের আড়াঁল করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ দিচেছ দুই র্পাটনার ।এ সংবাদ লোকসমাজ সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশ হওয়ায় থানা পুলিশ কে ম্যানেজ করার জন্য স্থানীয় এক জনপ্রতিনিধির বাসায় ধর্না দিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গত সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে ৩পিচ ফেনসিডিল ও একটি চোরাই মোটর সাইকেলসহ আটক হয় বেনাপোল তালশারী গ্রামের মৃত্যু আমিন উদ্দিনের ছেলে শামিম হোসেন নয়ন(২৮)।সে র্দীঘ্যদিন ভারত থেকে ফেন্সিডিল ও অস্ত্রের বড় বড় চালান দেশে এনে যশোর ও ঢাকায় পৌছে দেয়।কয়েক বছর আগে র্শাশা থানা পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটক হয়।২/৩ মাস জেল হাজতে থাকার পর জামিনে বেরিয়ে আসে। এর পর মাদক ব্যবসার পার্টনার হিসাবে ভবারবেড় গ্রামের ২ জনআঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়।বেনাপোল পৌর এলাকায় ৮/১০ জায়গায় লাখ লাখ টাকার জমি ক্রয় করেছে।এ অবৈধ অর্থ সম্পাদ আড়াঁল করার জন্য ঐ তিন মাদক ব্যবসায়ী বিভিন্ন অন লাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়।মাঝে মধ্যে অন লাইন পত্রিকার ভুয়া র্কাড গলায় ঝুলিয়ে সীমান্তের কিছু পয়েন্টে মাদক ব্যবসায়ীদেরও সাথে দেন দরবার করতে দেখা যায়। সর্বশেষ গত ১৯/২/১৮ইং তারিখে শামিম হোসেন নয়ন মাদকসহ বিজিবির হাতে আটকের পর নিজেকে সাংবাদিক ও বেনাপোল বন্দরও প্রেসক্লাবের সহ-সভাপতি পরিচয় দেয়। এ ব্যাপারে বন্দর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের কাছে জানতে চাইলে তারা বলেন,শামিম হোসেন নয়ন নামে আমার প্রেসক্লাবে কোন সদস্য নেই।বিজিবির কাছে যে পরিচয় দিয়েছে তা সম্পুন মিথ্যা বানোয়াট।এ দিকে বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার জানান,শামিম হোসেন নয়ন আটকের পর বিভিন্ন নাম্বার থেকে মোবাইল আসে শামিম হোসেন নয়ন একজন কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে দিঘীরপাড় গ্রামের রুপচান বাহিনির সক্রিয় সদস্য।ঐ বাহিনির ভয় দেখিয়ে গত ২/৩ মাস আগে বেনাপোলের ভবারবেড় গ্রামের কুতুবের কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here