বেনাপোলে ৮টি সোনার বারসহ আটক ২

0
427

আশানুর রহমান আশা, বেনাপোল : ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড থেকে ৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাদেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কালিনগর গ্রামের আকবার শেখের ছেলে সুজন মিয়া (২৫) ও মাদারীপুরের শিবচর সদরের আব্দুর রহিমের ছেলে জনি মোল্লা (২৫)।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে বেনাপোল চেকপোস্টের নোম্যানসল্যান্ডে আগে থেকে অবস্থান করছিলেন। এরপর সকাল ১০টার দিকে ওই সোনা পাচারকারীরা কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশকালে নোম্যান্সল্যান্ড থেকে সুজন ও জনিকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা অন্য একজন ভারতে ঢুকে যায়। পরে আটক দুজনের দেহ তল্লাশি করে ৮টি সোনার বার উদ্ধার করা হয়।
ডেপুটি কমিশনার সাদেক হোসেন জানান, সোনাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here