বেনাপোল সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

0
330

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের মাঠের মধ্যে থেকে ৬৩ লাখ টাকার ভারতীয় শাড়ি, ইমিটেশন, ঔষধ ও আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় শিকড়ি বটতলার একটি মাঠে মধ্য থেকে উক্ত ভারতীয় মালামাল উদ্ধার করে বিজিবি।

বেনাপোল কোম্পানি সদরের কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসাইন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ইমিটেশন, ঔষধ ও আতশবাজি ভারত থেকে পাচার করে এনে খড়িডাংগার মাঠের মধ্যে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে হাবিলদার ওবাইদুর রহমান সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক বিভিন্ন প্রকারের শাড়ি, ইমিটেশন, ঔষধ ও আতশবাজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে বলে অধিনায়ক জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here