বেপরোয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

0
515
ছাত্রলীগের টঙ্গী কলেজ শাখার সভাপতি স্বীকার করিয়াছেন, গ্রেফতারকৃত সামস কবির সৌরভ টঙ্গী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সমপাদক। তিনি অবশ্য ইহাও জানাইয়াছেন যে, কাহারও অপকর্মের দায়দায়িত্ব ছাত্রলীগ গ্রহণ করিবে না; সৌরভ অপহরণ ঘটনায় জড়িত থাকিলে তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হইবে। কেবল বর্তমান সময়েই নহে, চিরকালই ক্ষমতাসীন দলের সহিত যুক্ত থাকিয়া অপকর্ম চালাইয়া যাইবার প্রবণতা লক্ষণীয়। এইভাবে অপকর্ম-দুষ্কর্ম করিয়া সাপলুডু খেলিবার মতো শর্টকাট পদ্ধতিতে সোপান বাহিয়া অর্থপ্রতিপত্তির পথে পা ফেলিবার প্রবণতা দিন দিন ভয়ঙ্কর হারে বৃদ্ধি পাইয়াছে। বলিবার অপেক্ষা রাখে না, ক্ষমতাসীন দলে বেনোজল ঢুকিয়া পড়িবেই। কিন্তু সেই বেনোজল আটকাইতে প্রয়োজন উন্নতমানের ফিল্টারের। কিন্তু পরিতাপের বিষয় হইল, প্রায় সকল রাজনৈতিক দলই সাংগঠনিক শক্তির দাপট বৃদ্ধি করিতে সংগঠনের কর্মী সংগ্রহে উপেক্ষা করে ভালো কর্মী যাচাইবাছাইয়ের যাবতীয় নিয়মনীতি। অথচ ছাত্ররাজনীতির মূল প্রতিপাদ্য হইল—সর্বসাধারণের অধিকার আদায়ের রাজনীতি, ত্যাগের রাজনীতি। এই রাজনীতির জন্য একটি সময়ে আমাদের ছাত্ররাজনীতি ছিল অত্যন্ত গৌরবের। ইহা সত্য যে, আজও লাখো তারুণ্যের প্রাণের উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা আর ভালো লাগার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের জন্মের সহিত জড়াইয়া রহিয়াছে আমাদের মুক্তির লড়াই-সংগ্রাম। কিন্তু বর্তমান সময়ে টেন্ডারবাজি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, দখল, এমনকি ধর্ষণের মতো অপরাধেও জড়াইতেছেন ছাত্রসংগঠনের অনেক নেতা-কর্মী। তাহাদের কাহারো কাহারো বিরুদ্ধে সংগঠনটির কেন্দ্র হইতে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগও দেখা যায় বটে। কিন্তু ক্ষমতাসীন দলের নাম ভাঙাইয়া বাড়াবাড়ির ঘটনা যখন বিপজ্জনক পর্যায়ে চলিয়া যায়, তখন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রয়োজন হয় নূতন দৃষ্টান্তের।
ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস যাহাদের কারণে ধূলায় গড়াইতেছে তাহাদের চিহ্নিত করা নিশ্চয়ই কঠিন কাজ নহে। এইসকল আগাছা-পরগাছার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। বেপরোয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ধরিয়া রাখিতে হইবে সংগঠনটির গৌরবময় ঐতিহ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here