যশোরে এবার নাবালক ছেলের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ার জন্য চাপপ্রয়োগের অভিযোগ

0
304

বিশেষ প্রতিনিধি : এবার নাবালক ছেলের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ার জন্য শহরের শংকরপুর টার্মিনালের পাশে এক বাড়িতে একটি পরিবার হুমকী ধামকী দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাবালক ছেলের মাতা বিলকিস বেগম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় বুধবার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি আসামী করেছেন,শংকরপুর বটতলা মসজিদের পাশে বর্তমানে শংকরপুর টার্মিনালের পাশে নওয়াব আলীর বাড়ীর ভাড়াটিয়া নুর ইসলামের স্ত্রী রিনা বেগম,মেয়ে সুমাইয়া খাতুন,সজিব হোসেন,বাবুল শেখ ও সজিবের স্ত্রী বৃষ্টি খাতুন।
পিরোজপুর জেলার নামাজ পুর গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী মোছাঃ বিলকিস বেগম বাদী হয়ে বুধবার কোতয়ালি মডেল থানায় অভিযোগে বলেছেন, তিনি ও আসামীরা নওয়াব আলীর বাড়িতে ভাড়া থাকে। প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে আসা যাওয়াসহ সম্পর্ক তৈরী করে। রিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে বিলকিস বেগমের নাবালক ছেলে তানিম (১৭) এর সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। গত মঙ্গলবার ২৯ অক্টোবর উক্ত আসামীরা তার মেয়েকে লেলিয়ে দেওয়ার এক পর্যায় তানিমকে বারান্দা থেকে জোরপূর্বক তুলে তাদের ঘরে নিয়ে যাওয়ার এক পর্যায় তানিমের পকেটে থাকা নগত ১০ হাজার টাকা লুট করে হুমাকী ধামকী দিয়ে ছেড়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ আকারে দায়ের করেন বাদী নিজে।