যশোরে মনোনয়নপত্র জমা দিলেন যারা

0
620

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যশোরে ৫৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

আজ বুধবার (২৮ নভেম্বর) যশোর জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে জেলার ছয়টি আসনে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন। এর আগে আরো ১০ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবমিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র হিসেবে ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

আসনভিত্তিক যারা মনোনয়ন জমা দিয়েছেন-

যশোর-১

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, জামায়াতে ইসলামের মাওলানা আজীজুর রহমান, জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলু ও ইসলামী আন্দোলনের বখতিয়ার রহমান।

যশোর-২

আওয়ামী লীগ মনোনিত মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য অ্যডভোকেট মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, বিএনপি নেতা আবু সাঈদ মোহাম্মদ সাহাদৎ হোসেন, জামায়াতে ইসলামের নেতা সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাঈদ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মুজাফফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এনামুল হক, জাতীয় পার্টির মুক্তি ফিরোজ শাহ, জেপি নেতা বিএম সেলিম রেজা, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি শহিদুল ইসলাম ইনসাফী, গণফ্রমের মেজর (অব.) আসাদুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-জাসদের আলাউদ্দিন, এবিএম আহসানুল হক, ইসলামী আন্দোলনের আসাদুজ্জামান ও জাকের পার্টির হাজী মহিদুল ইসলাম।

যশোর-৩

আওয়ামী লীগের মনোনিত বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জাসদের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, জাকের পার্টির মনিরুজ্জামান, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম, বিএনএফ নেতা প্রশান্ত বিশ্বাস, যুক্তফ্রন্টের মারুফ হাসান কাজল, জেএসডি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব আজাদ ও ইসলামী আন্দোলনের মফিজুল আলম।

যশোর-৪

বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক টিএস আইয়ুব, তানিয়া রহমান (আইয়ুবের স্ত্রী), অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারায়েজী মতিয়ার রহমান, জেএসডি (রব) যশোর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জহির, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী) মোহাম্মদ আলী জিন্নাহ, বিজেপি নেতা লে. কর্ণেল সাব্বির আহমেদ, মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মন্ডল, যুক্তফ্রন্টের নাজিম উদ্দিন আল আজাদ, জাকের পার্টির লিটন মোল্যা, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ ও ইসলামী আন্দোলনের নাজমুল হুদা।

যশোর-৫

বির্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জমিয়তে ওলামা ইসলামের একাংশের সভাপতি মুফতি ওয়াক্কাস, মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি অ্যডভোকেট গাজী এনামুল হক, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি নিজামুদ্দিন অমিত ও ইসলামী আন্দোলনের ইবাদুল ইসলাম খালাসী।

যশোর-৬

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আওয়ামী লীগ মনোনীত ইসমাত আরা সাদেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপি মনোনীত আব্দুস সামাদ বিশ্বাস, অমেলেন্দু দাস অপু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুল আলম বাচ্চু, বিএনএফ নেতা প্রশান্ত বিশ্বাস, জামায়াতে ইসলামের অধ্যাপক মুক্তার আলী, ইসলামী আন্দোলনের আবু ইউছুফ বিশ্বাস ও জাকের পার্টির শেখ শাহিদুজ্জামান ও নুরুল ইসলাম খোকন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here